একদম বেশি পাকা কলা আপনাকে দিতে পারে স্বাস্থ্যোজ্বল সুন্দর ত্বক। যা ত্বকের কালো দাগ, চোখের নিচের কালি দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেয়।
আসুন তাহলে জেনে নেওয়া যাক পাকা কলা দিয়ে কীভাবে করবেন ত্বকের যত্ন।
১। চোখের নিচের কালো দাগ –
প্রতিদিন চোখের নিচে পাকা কলা লাগান। ৫ মিনিট রেখে দিন। এটি চোখের নিচের কালো দাগ দূর করে দিতে সাহায্য করবে। পাকা কলাতে ক্যালসিয়াম থাকে যা চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করবে।
২। ত্বক ময়েশ্চারাইজ করতে –
আপনার ত্বক কি অনেক বেশি শুষ্ক? পাকা কলা আপনার ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করবে। একটি পাকা কলা ম্যাশ করে নিন। তারপর এটি ত্বকে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক ময়েশ্চারাইজ করে ত্বক নরম করে দিবে।
৩। ব্রণ দূর করতে –
১টি পাকা কলা , ১/২ চা চামচ বেকিং সোডা এবং ১/২ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন। যদি খুব বেশি ঘন হয়ে যায় তবে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। হালকা সাবান দিয়ে মুখটি ধুয়ে নিন। তারপর প্যাকটি ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্রণ প্রতিরোধ করে ব্রণের হওয়ার প্রবণতা কমিয়ে দিয়ে থাকে।
তথ্যসুত্রঃ প্রিয়.কম