চুল কোঁকড়া করার জন্য কোন আয়রন বা দামী কোন স্টাইলার লাগবে না। যেতে হবে না পার্লারেও। আপনি চাইলে ঘরে বসেই কেবল সাধারণ টিস্যু পেপার দিয়ে চুল কোঁকড়া curly hair করে নিতে পারবেন আপনার সুন্দর চুলগুলো। কীভাবে? আছে খুব সহজ একটি উপায়। চলুন, আজ শিখিয়ে দিচ্ছি সেই পদ্ধতিটি। বিস্তারিত দেখে বোঝার জন্য সাথে থাকছে ভিডিও।
উপকরণ –
– টিস্যু পেপার (কিচেন ন্যাপকিন বা একটু ভারী টয়লেট টিস্যু হলে ভালো, আপনি চাইলে কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন)
– পানি
পদ্ধতি –
– চুল ভালো করে আঁচড়ে নিন। তারপর চুলে ভালো মত পানি স্প্রে করে নিন। চুল কাকভেজা হবে না,
কিন্তু ভেজা ভেজা হবে। পানি দিতে না চাইলে হেয়ার স্প্রেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অনেকটা স্প্রে ব্যবহার করতে হবে।
– টিস্যুকে লম্বা টুকরো করে নিন। এবার ভিডিওতে দেখানো উপায়ে চুলের একদম নিচ থেকে শুরু করে চুল আস্তে আস্তে টিস্যুর সাথে পেঁচাতে থাকুন।
– পেঁচিয়ে একদম উপরের দিকে চলে এলে আস্তে করে টিস্যুতে গিঁট দিয়ে দিন।
– যত শক্ত করে চুল পেঁচাবেন ও গিঁট দেবেন, চুল ততই বেশী কোঁকড়া কোঁকড়া হবে।
– চুল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যত বেশী সময় রাখবেন, কোঁকড়া ভাবটা তত সুন্দর আসবে। চাইলে রাতে করে ঘুমাতেও পারেন।
– তারপস আস্তে আস্তে টিস্যু পেপার গুলো খুলে নিন। বেশী সোজা চুল হলে খোলার পর হেয়ার স্প্রে ছিটিয়ে দিন, চুল অনেকটা সময় সেট থাকবে।
বিস্তারিত দেখে নিন এই ভিডিওতে।