চুল পড়া বন্ধ করার জন্য বিউটি পার্লারে চিকিৎসা নেয়ার চেয়ে প্রাকৃতিক উপাদান ব্যবহার বেশি কার্যকর। কেননা পার্লারে নেয়া চিকিৎসা পদ্ধতি দ্বারা চুল পড়া সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয় নাহ।
তবে নিচে দেয়া ঘরোয়া উপায়ে তৈরি তেল ব্যবহারে চুল পড়া রোধ করা যায়।
যা যা লাগবে –
↵ আমলকী – ৫টি
↵ রসুন – ১টি
↵ নিমপাতা – ১৫টি
↵ তুলসি পাতা – ৫টি
↵ রসুন – ২০০ গ্রাম
↵ সরিষার তেল – ৫০ গ্রাম
↵ অলিভ অয়েল – ২০ গ্রাম
যেভাবে বানাবেন _
রসুন আর আমলকী একটু ছেঁচে নিতে হবে
একটি পাত্রে সবগুলি তেল সমপরিমান নিয়ে চুলায় বসিয়ে একটু গরম হলে ছেঁচে রাখা রসুন আর আমলকী দিয়ে নাড়তে হবে।
কিছুক্ষন পর নিমপাতা আর তুলসি পাতা দিয়ে নাড়তে হবে।
খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়।
তেল গুলি কিছুক্ষন সময় নিয়ে ফেনের নিচে রাখতে হবে।
পাতার সবুজ রং যখন তেলে চলে আসবে তখন তেল নামিয়ে ফেলতে হবে।
⇒ সব শেষে তেল গুলি ছেঁকে পাতা আলাদা করে তেল গুলো একটা পাত্রে ভরে রেখে ব্যবহার করতে পারবেন। ইনশাল্লাহ চুল পড়া hair fall বন্ধ হয়ে যাবে