শখের বশে মানুষ কত কিছুই না করে বসে। কিন্তু বারাক ওবামা, মার্ক জাকারবার্গ, ক্রিস্টিয়ানো রোনালদো, প্রিয়াঙ্কা চোপড়া, জে কে রাওলিং ও বাংলােদশের জেমেসর মতো যাঁরা নিজেদের ক্যারিয়ারকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়, তাঁদের কি সময় থাকে নিজেদের শখ মেটানোর। কেউ কেউ অবশ্য শখকে পেশা হিসেবে বেছে নিয়ে কাজকে উপভোগ করছেন। আর যাঁরা বেছে নেননি তাঁরাও একটু সুযোগ পেলেই নিজের শখ মিটিয়ে ফেলেন। এবারের তারকা বিভাগে থাকছে এ কজনের শখের তথ্য
বারাক ওবামাবারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্টের কাজ, ব্যস্ততা সম্পর্কে সবারই ধারণা আছে। আর বারাক ওবামা কি না, নিজেকে ভালো পুল খেলোয়াড় দাবি করে বলেছেন আপনি যদি আমাকে পুল হলে খেলতে দেখেন তাহলে আমি আপনার সময় পুরিয়ে দেব। এই খেলার মাঝে এতটাই ডুবে যান তিনি। অবশ্য শখ বলে কথা! পাশাপাশি বাস্কেটবল খেলাও তাঁর শখ। সময় পেলেই ছুটে যান কোর্টে।
প্রিয়াঙ্কা চোপড়াপ্রিয়াঙ্কা চোপড়া
হিন্দি, ইংরেজি দুই ভাষায়ই গান গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এটি পুরোনো খবর। যাঁরা তাঁর সম্পর্কে একটু খোঁজখবর রাখেন তাঁরা বলে দিতে পারেন ইন মাই সিটি, এক্সটিক কিংবা আই কান্ট মেক ইউ লাভ মি গানের গায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ বলিউড অভিনেত্রী এসব গান করেছেন শখের বসেই। প্রিয়াঙ্কাভক্তদের তথ্যটি হয়তো জানা আছে। কিন্তু শখ থেকে যে কবিতা লেখেন তা মানুষ ততটা জানে না। এ বলিউড অভিনেত্রী নিজ ওয়েবসাইটে জানিয়েছেন কবিতা লেখা এবং গান গাওয়া তাঁর শখ। হেল্প নিডি পিপল, মাই ফার্স্ট ট্রেন ট্রিপ, ন্যাচার, স্টপ চাইল্ড লেবার, টাইম ইজ ভেরি প্রেসিয়াস, হোয়েন আই ওয়াজ অ্যা চাইল্ড, হোয়াই টু ডিসোবি ইউর লিডার্স নামে কয়েকটি কবিতা ইতিমধ্যে তিনি লিখেছেন।
মার্ক জাকারবার্গমার্ক জাকারবার্গ
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ শখের বশেই ফেসবুক তৈরি করেছিলেন। এখন তাঁর শখ সম্পর্কে ফেসবুকের পাতায় লিখে রেখেছেন মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে অবাধ তথ্যপ্রবাহ নিয়ে কাজ করা। তিনি শখ করে মাঝেমধ্যে কোট-টাই পরেন।
জেমসজেমস
সুরের জাল বুনে চলা জেমসের শখ হচ্ছে ছবি তোলা। যখনই কোথাও যান সুযোগ পেলেই নিজের ভালো লাগা দৃশ্য ক্যামেরায় বন্দী করেন। এ জন্য সঙ্গে রাখেন ডিএসএলআর ক্যামেরা। আর নিজের তোলা সেসব ছবি প্রায়ই ফেসবুকে দেন তিনি। জেমস কিছুদিন আগে জানিয়েছিলেন নিজের তোলা আলোকচিত্রগুলো নিয়ে একটি প্রদর্শনী করার ইচ্ছার কথা। তাঁর এ শখ কৈশোর থেকে।
ক্রিস্টিয়ানো রোনালদোক্রিস্টিয়ানো রোনালদো
একটি গাড়ি খুব বেশি দিন ব্যবহার করেন না রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিবছরেই কেনেন নতুন কোনো গাড়ি। টাকার ভারে এত গাড়ি কেনা নয়, সিআর সেভেনের শখই হচ্ছে গাড়ি জমানো। আর সেসব গাড়ি রাখতে বানিয়েছেন গ্যারেজ, যেখানে শোভা পাচ্ছে এখন পর্যন্ত তাঁর জমানো ১৯টি গাড়ি। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পরই বিএমডব্লিউ এম ৬ কেনার মধ্য দিয়ে শুরু হয় তাঁর গাড়ি সংগ্রহ। সংগ্রহের মধ্যে রয়েছে ফেরারি ৫৯৯ জিটিও, ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর এলপি ৭০০-৪, পোরশে কাইয়েন টারবো, মার্সিডিজ বেঞ্জ সি ২২০ সিডিআইসহ নানা গাড়ি। তাঁর গাড়ির সংগ্রহ প্রতিবছর কেবলই বাড়ছে।
জে কে রাওলিংজে কে রাওলিং
বিখ্যাত লেখক জে কে রাওলিংয়ের শখ হচ্ছে অবসরে বই পড়া, লেখালেখি ও নতুন চরিত্র তৈরি করা। তাঁর এ শখ না থাকলে হ্যারি পটার চরিত্রের সৃষ্টি হতো কি না, সন্দেহ। এই লেখিকার শখের তালিকায় এসবের বাইরেও রয়েছে আরামে বসবাস করা।
গ্রন্থনা: এস এম নজিবুল্লাহ চৌধুরী
তথ্যসূত্র: প্রিয়াঙ্কা ডেইলি, রোনালদো সেভেন ডটনেট, এবিসি নিউজ, জে কে রাওলিং ডট উইবলি ডটকম।