আদা শুধু রান্নার স্বাদ বৃদ্ধি করে না, এর ঔষধি গুণও অনেক। ঠান্ডা, সর্দি কাশি, পেটের ব্যথা আরো অনেক রোগ নিরাময় করতে আদা ginger বেশ কার্যকরী। কিন্তু আপনি কি জানেন? আদা নতুন চুল গজাতে দারুন কাজ করে।
নতুন চুল গজাতে :
২ টেবিল চামচ আদার রস, ৬ টেবিল চামচ জোজোবা অয়েল মিশিয়ে মাথার তালুতে ভাল করে ম্যাসাজ করে নিন। এরপর এটি সারারাত অথবা ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। আদা ginger ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে।
চুলের আগা ফাটা রোধে :
চুলের আগা ফাটা সমস্যায় প্রায় সব মেয়েদের পড়তে হয়, এই সমস্যা সমাধান করে দিবে আদা। শ্যম্পুর shampoo সাথে আদার তেল মিশিয়ে নিয়ে সেটি ব্যবহার করুন। এটি চুলের আগা ফাটা দূর করে চুলকে ময়েশ্চারাইজড করে তুলবে।