রকমারি খাদ্য উৎসব
রান্না ও পুষ্টিবিদ প্রয়াত সিদ্দিকা কবীরের ৮৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে সিদ্দিকা কবীর রিসার্চ ফাউন্ডেশন আয়োজন করেছিল রকমারি খাদ্য উৎসবের। রাজধানীর নিউ বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে ৭ মে সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধন করেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রথম নারী ডিস্ট্রিক গভর্নর (সদ্য সাবেক) সাফিনা রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক তানিয়া বখত এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহসভানেত্রী সিতারা আহসানউল্লাহ। তিনি বলেন, ‘সিদ্দিকা কবীরের অভাব আমরা সব সময় বোধ করছি। এটাই তাঁর জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়।’ দুই দিন ধরে চলে এ উৎসব। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ছিল এই আয়োজন। উৎসবে ১২ জন রন্ধনশিল্পী তাঁদের হাতে তৈরি খাবার প্রদর্শন করেন। উৎসব আয়োজনে সহযোগিতায় ছিল এসিআই লিমিটেড ও প্রাণ-আরএফএল লিমিটেড।
খাবারের উৎসব
পেপসিকোর স্ন্যাক্স ব্র্যান্ড কুড়কুড়ের আয়োজনে চলছে ‘চাট ফেস্ট ২০১৬’। রাজধানীতে স্বপ্ন ডিপার্টমেন্ট স্টোরের পাঁচটি শাখায় (বনানী বাজার, গোপীবাগ, মিরপুর ৬, উত্তরা ১১ ও মণিপুরিপাড়া) পাওয়া যাবে এই চাটের স্বাদ। কুড়কুড়ে দিয়ে তৈরি মজাদার নানা ধরনের চাট মিলবে এখানে। ৬ মে থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে ১২ মে।
.ঈদ ফ্যাশন ক্যাটালগ
প্রতিবছরের মতো এবারও ঈদের আগে ঈদ ফ্যাশন ম্যাগাজিন প্রকাশ করছে শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। ঈদের ফ্যাশন ক্যাটালগধর্মী এই ম্যাগাজিনে ফ্যাশন হাউসগুলোর ঈদ পোশাকের ছবি ছাপানোর সুযোগ রয়েছে। ছবি ছাপাতে হলে পোশাক জমা দিতে হবে ১৯ মের মধ্যে। পোশাক হবে দেশি উপাদানে তৈরি। পোশাকের সঙ্গে থাকবে ডিজাইনারের নাম, ঠিকানা, ফোন নম্বর, দাম এবং বাংলা বা ইংরেজিতে পোশাকের সংক্ষিপ্ত বর্ণনাও দিতে হবে। পোশাকের ডিজাইন হতে হবে নিজস্ব ও আবহাওয়া উপযোগী। জমা দেওয়া পোশাক ও অনুষঙ্গ ফেরতযোগ্য। কমপক্ষে ছয়টি পোশাক জমা দিতে হবে। আর জমা দেওয়ার সময় প্রতিটি পোশাকের জন্য ৫০০ টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। পোশাক জমা ও বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ—সৈয়দ আহমেদ চৌধুরী (০১৭১১৬২৩৯০৫), কামাল হোসেন (০১৭১৬২৩২৫৩৪)।
গরমের জুতা
গরমে আরামদায়ক জুতা মিলবে ক্যাটস আইতে। অফিস, পার্টি বা দাওয়াতের জন্য থাকছে বিভিন্ন নকশার জুতা।
নতুন শাখা
উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৯ নম্বর বাড়িতে নতুন শাখা চালু করল মি অ্যান্ড মম। মা ও শিশুদের নানা ধরনের পণ্য মিলবে এখানে।
নতুন খাবার
দ্য ওয়েস্টিন ঢাকা নতুন স্বাদের খাবার যোগ করেছে তাদের তালিকায়। অস্ট্রেলিয়া থেকে আনা বিফ স্টেক ও সামুদ্রিক মাছের গ্রিলের স্বাদ প্রতিদিন নিতে পারবেন হোটেলের প্রেগো রেস্তোরাঁয়।