পাহাড় চূড়াতেও!
রাজবধূ বলে কথা। তাঁকে তো সব সময় থাকতে হবে রূপকথার রাজকন্যাদের মতোই পরিপাটি। সাম্প্রতিক ভুটান সফরে ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন বৌদ্ধ আশ্রম দেখতে সমতল ভূমি থেকে ২ হাজার ৭০০ ফুট ওপরে ওঠেন। তাঁর সঙ্গে এ সময় ছিলেন তাঁর স্বামী রাজপুত্র উইলিয়াম। এ সময় রাজবধূর সঙ্গে আরও ছিলেন তাঁর কেশসজ্জাকার অ্যামান্ডা কুক টাকার, ব্যক্তিগত সহকারী ও স্টাইলিস্ট নাতাশা আর্চার। এই পাহাড় চড়ার অভিযানে কেট পরেছিলেন স্কিনি জিনস, সাদা শার্ট, ওয়েস্ট কোট, হাঁটু পর্যন্ত ওঠানো বুট, আর চোখে ছিল রে-ব্যানের রোদচশমা।
সূত্র: ইয়াহু স্টাইল
.সাজসজ্জায় ভিক্টোরিয়া বেকহাম
বিশ্বখ্যাত পোশাক ডিজাইনার ভিক্টোরিয়া বেকহাম এবার নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছেন। পোশাক নকশা নয়, এবার তিনি নামছেন সাজসজ্জার সরঞ্জাম তৈরির ব্যবসায়। এ বছরই বাজারে আসছে এই স্পাইস গার্লস তারকার ‘লিমিটেড অ্যাডিশন মেকআপ কালেকশন’। বিশ্বখ্যাত সাজসজ্জার সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান এসে লওডনের সঙ্গে এক হয়ে এই বিশেষ মেকআপ পণ্য বাজারে ছাড়বেন ভিক্টোরিয়া। এর আগে ২০১৪ সালে নেইলস ইনকরপোরেটেডের সহযোগিতায় ভিক্টোরিয়া দুটো নেইল পলিশ বাজারে এনেছিলেন। সে সময়ই এই গায়িকা ও ডিজাইনার জানিয়েছিলেন, পোশাক নকশার পাশাপাশি তিনি সাজসজ্জার ব্যবসাতেও নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী। সূত্র: ভোগ বিউটি
প্রিয়াঙ্কা চোপড়াদেশি সাজে প্রিয়াঙ্কা
যুক্তরাষ্ট্রকে ছোট্ট এক ছুটি দিয়ে ভারতে ফিরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও ফিরে গেলেন সেখানে। এরপর সিরিয়াল কোয়ান্টিকোর শুটিংয়ে কানাডায়। কিন্তু এবারের ভারতের সফর প্রিয়াঙ্কা চোপড়ার জন্য ছিল বিশেষ। কারণ এবার তিনি এসেছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করতে। গরমের সঙ্গে পাল্লা দিতে আগে থেকেই ছাঁটা ছিল প্রিয়াঙ্কার চুল। এর সঙ্গে মিলিয়ে হালকা সবুজ রঙের পাতলা শাড়ি বেছে নিয়েছিলেন এই ‘দেশি গার্ল’। গলায় পরেছিলেন ভারতীয় ডিজাইনার সুমিতের নকশা করা একটি হার। একই দিনে পদ্ম বিজয়ীদের সম্মানে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানেও পোশাকে দেশি আমেজ ধরে রাখেন প্রিয়াঙ্কা। তিনি পরেন সব্যসাচীর নকশা করা সোনালি রঙা এক ভারী আনারকলি। সঙ্গে হালকা গয়না ও সাজ।
সূত্র: বলিউড লাইফ
পরিণীতি চোপড়াপরিণীতি চোপড়াসাগরের নীলে পরিণীতি
নতুন ছবি আসতে আরও সময় বাকি ভারতীয় অভিনেত্রী পরিণীতি চোপড়ার। তিনি এখন ব্যস্ত বিভিন্ন ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশুটে। সম্প্রতি ভারতের একটি নামী সাময়িকীর গ্রীষ্ম সংস্করণের জন্য মডেল হলেন পরিণীতি চোপড়া। যেখানে তাঁকে দেখা গেছে সাগরের নীলের সঙ্গে মিলিয়ে পরা হালকা পোশাকে। ছবি তোলা হয় ভারতের একটি সমুদ্রসৈকতে। এখনো সাময়িকীটি বাজারে আসেনি। তবে পরিণীতির অপেক্ষার বাঁধ ভেঙে গিয়েছিল। নিজের সেই ফটোশুটের ছবি পরিণীতি আগেভাগেই টুইটারে মেলে ধরেছেন ভক্তদের সামনে। সূত্র: বলিউড লাইফ