কর্মক্ষেত্রের ব্যস্ততা ও নানা চাপে আমাদের জীবন অস্থির হয়ে উঠতে পারে। মনে ভর করতে পারে অশান্তি। কাজকর্মে আসতে পারে অনীহা। এমন পরিস্থিতিতে অন্তত ঘরে তো একটু শান্তি চাই। সেক্ষেত্রে ঘরে জুতসই রঙের ব্যবহার মানুষের জীবন ও মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন তাই।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, ঘরের রং জীবনের রংকে প্রভাবিত করে। জীবনের ঘটনাপ্রবাহে চারপাশের রঙের দারুণ প্রভাব আছে।
বিশেষজ্ঞদের ভাষ্য, মানুষের জীবনে নানা বাধাবিপত্তি থাকে। সমস্যা ব্যক্তিগত বা পেশাগত-যা-ই হোক না কেন, পারিপার্শ্বিক পরিবেশে রঙের সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনার মাধ্যমে মনকে সতেজ ও ফুরফুরে রাখা যায়। ঘরে প্রশান্তির রং বাসিন্দাদের মন-মেজাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
ঘরে সঠিক রঙের ব্যবহারের গুরুত্ব সম্পর্কে নকশাকার অ্যামান্ডা ট্যালবটের ভাষ্য, মানুষের মেজাজকে বদলে দিতে পারে রং। এটা সুখ, দুঃখ, উদ্যম ও প্রশান্তির অনুভূতি তৈরি করতে পারে।
একেকটি রং একেক পরিবেশ ও আবহ তৈরি করে। গবেষণায় দেখা গেছে, সবুজ রঙের সঙ্গে সুখ, স্বস্তি, আশা, উচ্ছ্বাস ও শান্তির সংশ্লিষ্টতা রয়েছে।
নীল রং আমাদের মনকে শাণিত করতে পারে। লাল ও নীলের মিশ্রণ স্বস্তিদায়ক।
কোন রং কার জন্য উপযোগী, তা ব্যক্তি ও জেন্ডার ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। নিজের পছন্দের কথা তো কম-বেশি সবারই জানা। এরপরও প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করা যেতে পারে।