গরমকালে রোদে ত্বক পুড়বেই। সহজলভ্য সবজি দিয়ে এই পোড়া ত্বকের যত্ন করা যায় সহজেই।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে রোদেপোড়া ত্বকের যত্নে উপকারী কিছু সবজির ব্যবহার উল্লেখ করা হয়।
টমেটো: টমেটো নিয়ে তা ভালোভাবে মিহি পেস্ট করে পোড়াত্বকে সরাসরি লাগিয়ে নিতে হবে। পুরো শুকিয়ে গেলে এর উপরে আরেক পরত পেস্ট লাগিয়ে নিতে হবে। এরপর অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
টমেটোতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বকের কোষের ক্ষতি পুষিয়ে উঠতে সাহায্য করে। এতে রোদের তাপের কারণে হওয়া লালচে ও পোড়াভাব দূর হয় এবং প্রাকৃতিকভাবে রোদ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্যও করে।
অ্যালোভেরা জেল: অ্যালোভেরা পাতার উপরের চামড়া পাতলাভাবে কেটে ভিতরের জেলের মতো অংশ বের করে নিতে হবে। এর সঙ্গে খানিকটা লেবুর রস মিশিয়ে ত্বকে মেখে ২০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বকের সুরক্ষা পরত হিসেবে কাজ করে ঘৃতকুমারীর নির্যাস। তাছাড়া ত্বকের ক্ষতি পুষিয়ে ত্বকে আর্দ্রতা জোগায় ও কোমল রাখতে সাহায্য করে।
আলু: আলু এবং লেবুর রসের মিশ্রণ ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এই দুটি মিশ্রণ ঘন পেস্টের মতো করে মিশিয়ে নিতে হবে। এরপর আক্রান্ত ত্বকে মেখে ১৫ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
ত্বকের পোড়াভাব দূর করে ত্বক উজ্জ্বল করে তুলতে দারুণ কার্যকর এই মিশ্রণ।
ছবির প্রতীকী মডেল: শারমিন রমা। ছবি: ই স্টুডিও এবং দীপ্ত।