মায়াসির
বর্ষবরণে নতুন কাজের পোশাক এনেছে ফ্যাশন হাউস মায়াসির। শাড়ির সংগ্রহে থাকছে শিফন, অ্যান্ডি সিল্ক ও মসলিন। এ ছাড়া শিশুদের জন্য পাঞ্জাবি, কামিজ, টপ, থ্রিপিসসহ নানা ধরনের পোশাকে করা হয়েছে এমব্রয়ডারি ও নকশি কাঁথার কাজ। উজ্জ্বল রং থাকছে পোশাকে।
ডুয়েটঅ্যাড ঐতিহ্যডুয়েটঅ্যাড ঐতিহ্য
বাংলা নতুন সনকে বরণ করে নিতে ফ্যাশন হাউস ডুয়েটঅ্যাড ঐতিহ্য নিয়ে এসেছে নতুন নকশার পঞ্চাশটির বেশি টি-শার্ট। ছেলে, মেয়ে ও শিশুদের জন্য রয়েছে আলাদা আলাদা নকশা। ঢাকার আজিজ সুপার মার্কেট ও মেট্রো শপিংমলে পাওয়া যাবে এসব পোশাক।
নিপুণনিপুণ
নানা রং দিয়ে বৈশাখের পোশাক এনেছে ফ্যাশন হাউস নিপুণ। শাড়ি, সালোয়ার-কামিজের পাশাপাশি থাকছে শিশু ও কিশোরদের সংগ্রহ। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে আরামদায়ক কাপড়। পাওয়া যাবে নিপুণের সব শাখায়।
চেঞ্জ
ফ্যাশন হাউস চেঞ্জ বৈশাখে এনেছে লোকজ মোটিফের নকশা করা টি-শার্ট। আলপনা, ঢোল, তবলা, দোতরাসহ নানা ধরনের ছবি থাকছে টি-শার্টের বুকে।
ফড়িং
ফ্যাশন হাউস ফড়িং সেজেছে উৎসবের সাজে। অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, টাইডাইসহ নানা ধরনের নকশা থাকছে বিভিন্ন পোশাকে।
সেইলরসেইলর
পয়লা বৈশাখ উপলক্ষে ফ্যাশন হাউস সেইলর পোশাকে বিভিন্ন বিষয় ধরে কাজ করেছে। কুর্তায় থাকছে লোকজ শিল্প, আলপনা ও ফুলেল মোটিফ। পোশাকে দেওয়া হয়েছে ফটো প্রিন্ট, ডিপ ডায়িং, ব্রাশ পেইন্টসহ নানা কাজের ছোঁয়া।
গ্রামীণ ইউনিক্লোগ্রামীণ ইউনিক্লো
নববর্ষের পোশাক এনেছে ফ্যাশন হাউস গ্রামীণ ইউনিক্লো। ছেলে ও মেয়েদের কামিজ, পাঞ্জাবি, টি-শার্ট ইত্যাদি পোশাকে থাকছে বৈশাখের রং ও নকশা।