পহেলা বৈশাখ ১৪২৩ উপলক্ষ্যে সানসিল্ক ও দারাজ ডটকম মিলিতভাবে আয়োজন করেছে ‘দারাজ বৈশাখী মেলা ১৪২৩’।
ই-কমার্স সাইট দারাজ ডটকমে এই অনলাইন মেলা চলবে ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। মেলা উপলক্ষ্যে এই সাইটের নির্দিষ্ট পণ্যে মিলবে ৩৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।
রাজধানীর গুলশানে এক নম্বরে অবস্থিত স্পেক্ট্রা কনভেশন হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মেলার ঘোষনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক বেঞ্জামিন দু ফোউসিয়ে এবং ইউনিলিভার বাংলোদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার। অনুষ্ঠানে ছাড়ের পাশাপাশি ক্রেতাদের জন্য বাড়তি কিছু উপহারের আশ্বাস দেওয়া হয়।