সুন্দর হতে হলে সুস্থ থাকতে হবে। সুন্দর ও সুস্থ থাকার জন্য পরিমিত স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া জরুরি। সেই সঙ্গে জীবনযাপনে শৃঙ্খলা রক্ষা করা দরকার। নিয়মিত শরীর চর্চা আর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানুষের জীবনযাপনে শৃঙ্খলা আনে। এ ক্ষেত্রে ইচ্ছাটা অনেক জরুরি। এ ছাড়া ত্বকের নিয়মিত যত্ন নিলে স্বাভাবিক সৌন্দর্য দীর্ঘদিন ধরে রাখা যায়। এ পরামর্শগুলো ভারতের সৌন্দর্যবিষয়ক ব্র্যান্ড ভিএলসিসির প্রতিষ্ঠাতা বান্দানা লুথরার। সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পদ্মশ্রী সম্মাননাপ্রাপ্ত এই উদ্যোক্তা। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ভিএলসিসির কার্যালয়ে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এ পরামর্শগুলো দেন তিনি।
লুথরা বলেন, চতুর্থবারের মতো বাংলাদেশে এলেন তিনি। দেশটিকে তাঁর নিজের দেশের মতোই মনে হয়। বাংলাদেশে ব্যবসার পরিবেশ ভালো। এ ছাড়া এ দেশে সৌন্দর্য বিষয়ক প্রতিষ্ঠানের চাহিদা বাড়ছে। বাংলাদেশের বাজারে তাই বিনিয়োগ বাড়াতে চায় ভিএলসিসি।
স্লিমিং, বিউটি এবং ফিটনেস সেন্টার বাড়ানোর পাশাপাশি সৌন্দর্য ও পুষ্টি বিষয়ক কারিগরি প্রশিক্ষণকেন্দ্র ও পরিবেশক নেটওয়ার্ক বাড়াবে ভিএলসিসি।
বর্তমানে ঢাকার গুলশান ও ধানমন্ডিতে দুটি স্লিমিং, বিউটি অ্যান্ড ফিটনেস সেন্টার রয়েছে ভিএলসিসির। এ ছাড়া এ ব্র্যান্ডের বিভিন্ন পণ্য এ দেশে বিক্রি হচ্ছে। দেশের জামালপুরে ভিএলসিসির একটি পণ্য উৎপাদনকারী কারখানা আছে।
বান্দানা লুথরা বলেন, ২০১১ সালে বাংলাদেশে ভিএলসিসির কার্যক্রম শুরু হয়। ২০১৩ সালে এ দেশে কারখানা করে ভিএলসিসি। এ বছর থেকে এ দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বিউটি সেন্টার সম্প্রসারণে কাজ শুরু হয়েছে।
লুথরা আরও বলেন, চট্টগ্রাম ও সিলেটে ভিএলসিসি স্লিমিং, বিউটি অ্যান্ড ফিটনেস সেন্টার করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ভিএলসিসি ইন্সটিটিউট অব বিউটি অ্যান্ড নিউট্রিশন প্রতিষ্ঠা করার কথা ভাবছে। এতে তরুণেরা কারিগরি প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবে।
ওজন কমানো ও সৌন্দর্য বাড়ানোর প্রতিষ্ঠান ভিএলসিসি কার্যক্রম শুরু করে ১৯৮৯ সালে। দক্ষিণ এশিয়া, দক্ষিন-পূর্ব এশিয়া, উপ-মহাসাগরীয় অঞ্চল এবং পূর্ব আফ্রিকার ১১টি দেশের ১৩৫টি শহরের ৩১৩টি স্থানে ভিএলসিসির সেবাকেন্দ্র রয়েছে। ভিএলসিসিতে চার হাজারেরও বেশি কর্মী কাজ করছেন। তাদের মধ্যে রয়েছে পেশাদার চকিৎিসক, পুষ্টিবিদ, ফিজিও থেরাপিস্ট এবং প্রসাধন বিশেষজ্ঞ।
বিষয়:
রূপচর্চা