চুলের যত্নে নিয়ম করে শ্যাম্পু করা ও কন্ডিশনার ব্যবহার অথবা মাঝেমধ্যে তেল দেওয়াই যথেষ্ট নয়।
চুলের বাড়তি পুষ্টির জন্য ‘হেয়ার মাস্ক’ ব্যবহার করাও জরুরি।
তেল, দই, মধু, জুঁইফুল ইত্যাদি সাধারণ উপকরণগুলো চুলের জন্য অত্যন্ত উপকারী। এই ধরনের উপকরণ ব্যবহার করে রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইট অবলম্বনে চুলের মাস্ক তৈরির কিছু পদ্ধতি দেওয়া হল।
জুঁই ফুলের মাস্ক: এই প্যাক তৈরি করতে লাগবে আধা কাপ ক্যাস্টর তেল, আধা কাপ কারিপাতা, আধা কাপ নারিকেল তেল, এক কাপ জুঁইফুল।
সব উপাদান এক সঙ্গে মিশিয়ে একটি পাত্রে নিয়ে হালকা তাপে চুলায় বসাতে হবে। অনবরত নাড়তে থাকুন যেন সব উপাদান মিশে যায়। চুলা থেকে নামিয়ে পাতা ও ফুল ছেঁকে তেল থেকে আলাদা করে নিন। কুসুম গরম অবস্থায় ওই তেল মাথার ত্বকে চুলের গোড়ায় ও পুরো চুলে মালিশ করুন। এরপর একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে পানি চিপে মাথায় পেঁচিয়ে রাখুন ১৫ মিনিট। ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
নিয়মিত এই তেল ব্যবহারে চুলের আর্দ্রতা বজায় থাকবে ও খুশকি দূর হবে।
ডিপ কন্ডিশনিং মাস্ক: চুলের দৈর্ঘ্য অনুসারে পরিমাণ মতো মেয়োনেইজ নিন এবং অর্ধেক পাকা-অ্যাভকাডো নিন। অ্যাভাকাডোর মাংসল অংশ বের করে ভালোভাবে চামচ দিয়ে চটকে নিতে হবে। এর সঙ্গে মেয়োনেইজ মিশিয়ে চুলে, বিশেষ করে আগার দিকে ভালোভাবে মাখতে হবে। ভেজা ও গরম তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন চুল। এতে চুল পুষ্টি ভালোভাবে শুষে নেবে। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।
অ্যাভাকাডো না পেলে মধু ও লেবুও ব্যবহার করা যেতে পারেন। এই মাস্ক চুল নরম করবে এবং আগা ফাটা সমস্যা রোধ করবে।