সাফল্যের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকমের। আমরা সবাই এক রকমের চিন্তা ভাবনা করি না। তাই আমাদের কাছে সাফল্যও আলাদা আলাদা ধরনের। কেউ মনে করেন মা হলেই নাকি সফল নারী হওয়া যায়। কেউ মনে করেন প্রচুর পড়াশোনা করলেই সফল নারী হওয়া যায়। আবার কেউ মনে করেন প্রচুর মানুষ যদি আমাদের পছন্দ করেন, তাহলেই সফল নারী হওয়া যায়। আপনি কি নিজেকে সফল নারী বলে মনে করেন? তাহলে আপনার কাছে সফল নারীর সংজ্ঞাটা কী? আর সঙ্গে এটাও জেনে নিন সফল নারী হতে গেলে কোন কোন গুণ থাকা প্রয়োজন।
১৮ থেকে ৪৫ বছর বয়সী কর্মরতা মহিলাদের ওপর একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষা থেকে জানা গেছে, অনেকের মতে সফল নারী হতে গেলে মাসে ৪৯ হাজার টাকা স্যালারি, সুস্থ যৌন জীবন, ইনস্টাগ্রামে ৫০০ জন ফলোয়ার্স থাকলেই তাঁকে সফল নারী হিসেবে ধরা হবে। তবে এর পিছনে কিছু কারণও তাঁরা দিয়েছেন। যেহেতু টাকাই একটা সুন্দর সুস্থ জীবনের প্রধান অস্ত্র, তাই টাকা রোজগার করাটা খুবই দরকার।
এবার একঝলকে দেখে নিন সফল নারী হতে গেলে কোন কোন গুণগুলি থাকা বাধ্যতামূলক।
১) অর্থনৈতিকভাবে স্বাধীন।
২) বেশিরভাগ সময় খুশিতে থাকা।
৩) বন্ধুদের কাছে বিশ্বাসযোগ্য।
৪) সংগঠিত এবং দক্ষ।
৫) ভালো মা।
৬) সঙ্গীর বিশ্বাসযোগ্য।
৭) মানুষকে হাসাতে পারা।
৮) কাজের জায়গায় উচ্চপদে থাকা।
৯) জীবনে কোনো রকম নাটকীয়তা না রাখা।
১০) সারাবিশ্বে ঘুরতে পারা।
১১) বন্ধুদের দরকারে অর্থ সাহায্য করা।
১২) ভালো রান্না করতে পারা।
১৩) প্রশংশনীয় স্টাইল করা।
১৪) সুস্থ যৌন জীবন।
১৫) বছরে অন্তত দুইবার বিদেশ ভ্রমণ।
১৬) বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে বাইরে খেতে গেলে বিল পেমেন্ট করা।
১৭) মাঝে মধ্যেই ডিনার পার্টি দেওয়া।
১৮) ব্র্যান্ডেড জিনিসপত্র কেনা।
১৯) সঙ্গীর থেকে বেশি টাকা রোজগার করা।
২০) বন্ধু-বান্ধবের মধ্যেও সবচেয়ে বেশি রোজগার করা।
২১) ডিজাইনিং জুতা এবং পোশাক ব্যবহার করা।
২২) সপ্তাহে অন্তত দুইদিন বাইরে খেতে যাওয়া।
২৩) বন্ধু-বান্ধবের তুলনায় দামী গাড়ি ব্যবহার করা।
২৪) এমন পোশাক পরা, যাতে আপনার পোশাকের কালেকশন সম্পর্কে মানুষ জানতে চায়।
২৫) ইনস্টাগ্রামে ৫০০ জন ফলোয়ার্স।
২৬) ফেসবুক পোস্টে অন্তত ৫০ লাইক।
২৭) লেটেস্ট ফ্যাশন ফলো করা।
২৮) ফেসবুকে ৩০০-র বেশি বন্ধু থাকা।