দেহ ব্যবসা নতুন কোন পেশা নয়। সমাজের যতগুলো আদি পেশা আছে তার মধ্যে এটি একটি। সমাজ যতই সভ্য হোক না কেন এই জঘন্য পেশার অভিশাপ থেকে সমাজ আজও মুক্ত হতে পারেনি। কিন্তু বর্তমান আধুনিক সমাজে এর ভয়াবহতা দিনকে দিন বেড়েই চলছে। যার প্রভাবে সামাজিক অবক্ষয় এখন চরমে। আগে দেহ ব্যবসা সীমাবদ্ধ ছিল বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে কিন্তু এখন দেহ ব্যবসা চলে তথাকথিত সভ্য সমাজের মধ্যে। ঢাকার শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে চলছে রমরমা দেহ ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে অবাধ যৌনাচার। আমাদের আজকের ভিডিওসহ প্রতিবেদন ঢাকার অভিজাত অ্যাপার্টমেন্টে কীভাবে অবাধে দেহ ব্যবসা চলছে তার উপর।
দেহ ব্যবসা ও তার পরিনাম
ঢাকার উত্তরা অনেক ফ্ল্যাটে চলছে রমরমা দেহ ব্যবসা। এসব বিভিন্ন অভিজাত অ্যাপার্টমেন্টে চলছে অবাধ দেহ ব্যবসা। বাহির থেকে দেখে বোঝার কোন সাধ্য নেই যে এসব অ্যাপার্টমেন্টে দেহ ব্যবসা চলে। অভিযোগ আছে উত্তরার এসব অ্যাপার্টমেন্টে কলেজপড়ুয়া মেয়েরা নিয়মিত আসা যাওয়া করে, যাদের খদ্দের প্রতিষ্ঠিত ব্যাবসায়ী, উচ্চপদস্থ সরকারী বেসরকারী কর্মকর্তা কিংবা বখে যাওয়া ধনীর দুলালরা। উত্তরার পাশে খিলক্ষেতেও বেশকিছু বাড়িতেও চলে এমন অনৈতিক কাজ। রাজধানীর ঐতিহ্যবাহী কলেজের এক শ্রেনীর মেয়েদের আনাগোনা আছে এসব অ্যাপার্টমেন্টগুলোতে। এদের কেউ বিলাসী জীবন, কেউ বা পেটের তাড়নায় কেউ আবার কেবল জীবন উপভোগের নামে জড়িয়ে পড়ছে অনৈতিক কাজে। আর সুযোগ কাজে লাগিয়ে ব্যবসা পেতে ফায়দা লুটছে কতিপয় অসাধু ব্যাবসায়ী। যে ফায়দার দাম বাড়াতে অনেক সময় পেশাদার যৌনকর্মীদেরও চালিয়ে দেওয়া হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পরিচয়ে। ফ্ল্যাটে দেহ ব্যবসার ভিডিও দেখুনঃ