ডেস্ক : ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়ে এক যুবক। এরপরই শাস্তি হিসেবে নগ্ন করে সমস্ত শহরে ঘোরানো হয় তাকে। ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে। নারী পুলিশ প্রথমে তাকে হাতকড়ার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তখনো তাকে নগ্ন অবস্থায় দেখা যায়। ভিড়ের মধ্যে একজন পুরুষ চিৎকার করে তাকে বলতে থাকে, পরেরবার তোমাকে হত্যা করা হবে।
এক নারী বলেন, কাপুরুষকে গাড়ির পেছনে বাঁধো। অনলাইনে পোস্ট করা সেই ভিডিওর ক্যাপশনে ছিল, ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় সমাজের মানুষ উচিত শিক্ষা দিয়েছে ধর্ষণকারীকে। আমরা পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করি। আশা করি শিশুটি ন্যায়বিচার পাবে। কর্তৃপক্ষ তাকে কী ধরনের শাস্তি দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।