‘কুলপ্যাড নোট ৩’ নামের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে চীনের হ্যান্ডসেট প্রস্ততকারক প্রতিষ্ঠান কুলপ্যাড। ডিভাইসটি ২০ অক্টোবর থেকে ভারতের বাজারে পাওয়া যাবে। অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে ৭২০*১২৮০ পিক্সেলের ৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এর আইপিএস ডিসপ্লেতে ১৭৮ ডিগ্রি ভিউতে ছবি ও ভিডিও দেখা যাবে।
ফোনটিতে প্রসেসর হিসেবে ৬৪ বিটের ১.৩ গিগাহার্টজের অক্টাকোর মিডিয়াটেক এমটি ৬৭৫৩ ব্যবহার করা হয়েছে। ৩ জিবি এলপিডিডিআর৩ র্যামের এই ফোনে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ৬৪ জিবি
পর্যন্ত বাড়ানো যাবে।
ছবি ও ভিডিওয়ের জন্য স্মার্টফোনটিতে এলইডি ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিও রয়েছে। ৮ হাজার ৯৯৯
রুপিতে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। দেশের বাজারে ডিভাইসটি ১০ হাজার ৭৯৯ টাকায় পাওয়া যাবে।