মানবজাতি ধ্বংসের যতগুলো কারন বিজ্ঞানীরা নির্ধারন করেছেন তার মধ্যে একটি কারন হল আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। একবিংশ শতাব্দীর সবথেকে প্রতিভাবান বিজ্ঞানী স্টিফেন হকিংস ভবিষ্যৎবানী করেছেন যে মানবজাতি ধ্বংস হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটদের দ্বারা। এ বিষয়টি নিয়ে হলিউডে অনেক মুভি তৈরি হলেও বাস্তবে এত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট মানুষ এখনও তৈরি করতে পারেনি। কিন্তু বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষনা করে যাচ্ছেন আরো উন্নত রোবটিক্স তৈরি করতে। যদি টার্মিনেটর কিংবা আই-রোবট মুভির মত বুদ্ধিমান রোবট তৈরি হয়ে যায় তাহলে মানবজাতি হুমকির মুখে পড়লেও পড়তে পারে। এই ঘটনা তারই ইঙ্গিত বহন করে।
রোবট এর হাতে মানুষ খুন
টার্মিনেটর সিরিজের মুভি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। যারা এই মুভিটি দেখেছেন তারা জানেন, এই মুভিটি মূলত মানুষ আর রোবটের মধ্যে যুদ্ধের কাহিনী নিয়ে তৈরি। যেখানে মানুষের নিজের তৈরি রোবট পৃথিবীতে তাদের আধিপত্য বিস্তার করতে হত্যা করছে মানবজাতিকে । এটি যদিও একটি সাইন্সফিকশন কিন্তু বাস্তবে ঘটে গেল এই মুভির মত একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে জার্মানিতে। জার্মানির নাম করা গাড়ি নির্মান প্রতিষ্ঠান ভকসওয়াগানের (ভিডব্লিউ) একটি কারখানায়। জার্মানির ফ্রাঙ্কফুট থেকে একশ কিলোমিটার দুরে বাউনাটালে একটি কারখানায় রোবট স্থাপনের সময় রোবটটি একজন কন্ট্রাকটরকে একটি ধাতব পাতের সাথে চেপে ধরে। এতে ঘটনাস্থলেই ওই কন্ট্রাকটর এর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে গত সোমবার। ভিডব্লিউ একজন মুখপাত্র জানান রোবট কখনও মানুষ খুন করতে পারে না। এটি মানব সৃষ্ট সমস্যা। জার্মানির সংবাদ সংস্থা ডিপিও জানিয়েছে পুলিশ বিষয়টি নিয়ে ভীষন বিপাকে পড়েছে । মামলা হবে কার নামে? এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্তে আসতে পারেনি পুলিশ। প্রসঙ্গত রোবটের দ্বারা মানুষ হত্যার ঘটনা খুবই বিরল।
কথায় আছে সাপুড়ের মৃত্যু হয় সাপের কারনে। রোবটের দ্বারা মানুষ হত্যা কি সে দিকেরই ইঙ্গিত দেয়? মানুষ তার দৈনন্দিন কাজ সহজ করার জন্য তৈরি করছে কৃত্রিক বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট, কিন্তু সেই রোবটি যদি মানুষের কাল হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? আসুন আমরা একটা মুভির ক্লিপ দেখি। যেখানে একজন মানুষকে মারার চেষ্টা করছে রোবটের দল। ক্লিপটি হলিউডের মুভি আই-রোবট থেকে নেয়া। ভিডিওটি দেখুন