কাজের তাগিদে আজকাল মেয়েদের বাইরে বেরোনো নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। ফলে প্রখর রোদ, রাস্তাঘাটের দূষিত বাতাস এবং ধুলাবালি মুখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দেয়। এজন্য পিগমেন্টেশন সমস্যায় ভূগছেন এরকম মেয়ের সংখ্যা নিতান্তই কম নয়।
অনেকে নানা ভাবে এর প্রতিরোধ করার চেষ্টা করে থাকেন। নিচের কিছু নিয়ম মেনে চলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন:
১. রোদে বাইরে বেরনোর আগে ভাল করে সানস্ক্রিন লাগিয়ে বেরোন। আপনার ত্বকের প্রয়োজনীয়তা অনুযায়ী উচ্চ এসপিএফ-যুক্ত সানস্ক্রিন লাগাবেন।
২. চালের গুঁড়ার সঙ্গে টক দই মিশিয়ে একটি ফেসিয়াল স্ক্রাব তৈরি করুন। এই স্ক্রাবটি সপ্তাহে এক থেকে দু’বার ব্যবহার করবেন। শুধু ডার্ক প্যাচগুলোর উপরেই এই প্যাকটি লাগাবেন। ছোট ছোট সার্কুলার মুভমেন্টে ওই জায়গাগুলোর উপরে লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩. মধু ও লেবুর রস সমপরিমাণে মিশিয়ে ফেলুন। প্রতিদিন নিয়ম করে ডার্ক প্যাচের উপরে লাগাতে থাকুন। ১৫ মিনিট পরে পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।
৪. গ্রাউন্ড আমন্ড আর টক দই একসঙ্গে মিশিয়ে নিন ভাল করে। এই মিশ্রণটি মুখে লাগাবেন। ১৫ মিনিট পরে হালকা করে ঘষে নিয়ে ধুয়ে ফেলুন।