বাংলাদেশ ক্রিকেটের প্রাণ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্সের মেরুদণ্ড হিসেবে বিবেচনা করছে দলটি।
মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফ্যান পেইজে সাকিব আল হাসানের বেশকিছু ছবি সম্বলিত একটি ‘জিআইএফ’ ফরম্যাটের একটি ইমেজ প্রকাশ করে সেখানে লেখা হয়েছে, ‘হি ইজ এ পাওয়ার প্লেয়ার এন্ড ব্যাকবোন অফ নাইট।’
প্রসঙ্গত, সাকিব আল হাসানকে ২০১২ সালে নিলামে দলে বেড়ায় আইপিএলের জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। এবারের নবম আসরেও শাহরুখের দলের হয়ে মাঠ কাপাবেন বাংলাদেশি এই পোডাক্ট।