তার ব্যাট হাসলে বাংলাদেশ হাসে। তার ব্যাটে রান নেই তো বাংলাদেশ শিবিরে রানের খরা। এক সময় এমনই ছিলো বাংলাদেশ ক্রিকেটের চিত্র। দল অনেটাই নির্ভর ছিলো মোহাম্মদ আশরাফুলের ওপর। তার সঙ্গী হতেন তামিম ইকবাল কিংবা মাশরাফি। সেই সময়ে জিতলেই ম্যাচ সেরা হতেন এই তিন জনের একজন। ম্যাচ জিতলে তামিমকে তেমন উল্লাস করতে দেখা না গেলেও দেখা যেতো মাশরাফি আর আশরাফুলকে। এদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন আশরাফুল। ম্যাচ জিতলে তার সে কি উল্লাস ! আবার হারলে দেখা যেতো এর ঊল্টো চিত্র। ড্রেসিং রুমে বসে নিরবে চোখের জল ঝরাচ্ছেন ছেলেটা। টেলিভিশনে পর্দায় সেই কান্না দেখে কখনো দর্শকও আবেগ ধরে রাখতে পারতেন না। এখন দলে নেই আশরাফুল। নিষিদ্ধ সব ধরনের ক্রিকেট থেকে।
২০১৩ সালে বিপিএলে ম্যাচ পাতানোর দায়ে ৮ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষিত হন মোহাম্মদ আশরাফুল। পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানাও করা হয় তাকে। পরবর্তীতে আপিল করায় তার নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়। ৮ বছরের স্থানে ৫ বছর করা হয় তার নিষেধাজ্ঞার মেয়াদ। কিন্তু তার মূল স্থগিতাদেশ ২ বছরের। ঘোষণা দেয়া হয় ৩ বছর পরই ক্রিকেটে ফিরতে পারবেন আশরাফুল। সেই হিসাবে তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে ২০১৬ সালের ১৩ আগস্ট। অথাৎ আর ৬ মাস পরেই ক্রিকেটে ফিরতে পারবেন মোহাম্মদ আশরাফুল। তার কোটি কোটি ভক্ত চেয়ে রয়েছেন তার প্রত্যাবর্তনের আশায়। থাকবেই বা না কেন, তার ভক্তদের কাছে আশরাফুল যে বাংলাদেশের আশারফুল।
এ প্রসঙ্গে আশরাফুল ভক্ত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, যদিও আশরাফুল স্বীকার করেছেন যে সে অপরাধ করেছে। কিন্তু এটা আমি বিশ্বাস করি না। তিনি হয়ত কারো প্রয়োচনার শিকার ছিলেন। যে কারণে সে এমন বলতে বাধ্য হয়েছেন। আমার মতে আশরাফুল বাংলাদেশ দলের এযাবত কালের সেরা ব্যাটসম্যান। দলে এখনো তার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, আমার মতো আরো লাখ লাখ মানুষ রয়েছেন যারা আশরাফুলকে আবারো জাতীয় দলে দেখতে চান। আশা করি লাল সবুজের জার্সি পরে আবারো মাঠে নাববেন আশরাফুল।
আরেক ভক্ত মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আশরাফুলের সাথে যেটা করা হয়েছে তা আমার মতে সঠিক নয়। যে কোনো ভাবে হোক তিনি হয়ত দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। সত্যি কথাও বলেছিলেন কিন্তু কি বিচার হলো তার? এর পর থেকে মানুষ আর সত্যি কথা বলবে না।
তিনি বলেন, বাংলাদেশ হারলে অনেক বারই তার চোখে পানি দেখেছি। সেই তিনি এমন কাজ করতে পারেন এটা বিশ্বাসযোগ্য নয়। আশা করছি একদিনের জন্য হলেও দলে ফিরবেন আশরাফুল। খেলবেন সব ধরনের ক্রিকেট।
সব ধরণের ক্রিকেটে আশরাফুলের মোট রান ৬৬৫৫। ক্যারিয়ারে মোট টেষ্ট খেলেছে ৬১টি। এখানে রান করেছে ২৭৩৭। অন্যদিকে ১৭৭টি একদিনের ম্যাচ খেলে রান করেছেন ৩৪৬৮। খেলেছেন ২৭ টি২০ ম্যাচ। এই ফরমেটে তার রান ৪৫০। বল হাতেও পিছিয়ে নেই আশরাফুল। দলের দু:সময়ে হাতে নিয়েছে বল। তার ঝুলিতে রয়েছে মোট ৪৭টি ইউকেট। এখন আগের চেয়ে অনেক ভালো করছে বাংলাদেশ দল। এই সময়ে আশরাফুল দলে থাকলে তার আরো ভালো করার সুযোগ থাতক। ভক্তদের মতে তিনি হয়ত এতোদিন ১০০০০ ক্লাবের সদস্য হয়ে যেতে পারতেন।