এশিয়া কাপের ফাইনালে আগামী ৬ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ তারিখ ধর্মশালায়। ফলে ফাইনাল খেলেই ভারতের উদ্দেশে দৌড়াতে হবে টাইগারদেরে।
কিন্তু সমস্যা হল, ৭ ও ৮ তারিখে দিল্লী থেকে ধর্মশালার কোন ফ্লাইট নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস চাটার্ড ফ্লাইটে নেওয়া হবে মাশরাফি বিন মুর্তজাদের।
ঢাকা থেকে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় যাওয়ার জন্য সরাসরি কোনো ফ্লাইট নেই। ব্যাপারটি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়েই প্রধানমন্ত্রীকে অবগত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সমাধান দিলেন প্রধানমন্ত্রী।
তিনি আশ্বাস দিয়েছেন, প্রয়োজনে বাংলাদেশ ক্রিকেট দলকে চার্টার্ড ফ্লাইটে (ভাড়া করা নিজস্ব বিমান) ঢাকা থেকে ধর্মশালা নিয়ে যাওয়া হবে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আশ্বাসে ৭ মার্চ সকালেই ঢাকা থেকে নিজস্ব বিমানে চেপে ধর্মশালায় যাবেন মাশরাফিরা।
একদিন অনুশীলন শেষে নয় তারিখে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।