দিন দিন সাহসী হয়ে উঠছে বলিউড। যত বয়স বাড়ছে বলিউডের সাহস তত বাড়ছে। আর তাই সাহস ছাঁটতে কাঁচি হাতে বাজারে নেমে পড়তে হচ্ছে পেহলাজ নেহলানিদের মত হেডস্যারদের। আসুন এমন সময় দেখে নেওয়া যাক বলিউডের সেরা দশ সাহসী দৃশ্য–
১০) মন্দাকিনি (রাম তেরি গঙ্গা মৈলি)-রাজ কাপুরের এই সিনেমায় সাহসকে আলাদা মাত্রা দেন ছবির নায়িকা মন্দাকিনি।