জীবনের নানা জটিল সমস্যার সমাধান খুঁজতে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার [email protected] ঠিকানায় চিঠি লেখেন পাঠকরা। উত্তর দিয়ে সাহায্য করেন বিশেষজ্ঞরা। এবারের চিঠিতে এমনই দুরূহ প্রশ্ন তুলে ধরেছেন এক যুবক।
প্রশ্ন: কিছু দিনের মধ্যেই বিয়ে করতে চলেছি। গত মার্চ মাস থেকে হবু স্ত্রীর সঙ্গে পরিচয় হলেও তা সোশ্যাল মিডিয়া আর ফোনেই সীমাবদ্ধ। আমরা কখনও মুখোমুখি হইনি, যৌনতা নিয়ে আমাদের কোনও আলোচনাও হয়নি। কী ভাবে এই বিষয়ে আলাপচারিতা শুরু করব? বিয়ের রাতে যদি যৌন মিলনে প্রবৃত্ত হই, তা কি ঠিক হবে? দয়া করে সাহায্য করুন।
উত্তর দিয়েছেন মনোবিদ অঞ্চল ভাটনগর: প্রথমেই ধন্যবাদ জানাই এমন এক সমস্যা তুলে ধরার জন্য যা আমাদের অনেককেই ভাবায়। বিয়ের রাত বা ফুলশয্যার রাত যে নামেই ডাকুন না কেন, এই মাহেন্দ্রক্ষণের জন্য একদিকে যেমন অধীর অপেক্ষা জাগে তেমনই হবু দম্পতির মনে তৈরি হয় নানা অজানা ভীতি এবং উদ্বেগ। আপনার এই বিভ্রান্তি হওয়া স্বাভাবিক কারণ হবু স্ত্রীর প্রতি আপনি যথেষ্ট যত্নবান। জেনে ভালো লাগল যে ওঁর ইচ্ছা-অনিচ্ছা সম্পর্কে আপনি সহানুভূতিশীল, তাই জোর করে কিছু চাপিয়ে দিতে চাইছেন না।
আপনার চিঠি পড়ে মনে হচ্ছে এর মধ্যেই বাগদত্তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যা প্রশংসনীয়। আপনাদের মধ্যে যেহেতু পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস তৈরি হয়েছে, তাই কথার মাঝে আলগোছে যৌনতার প্রসঙ্গ শুরু করতে পারেন। আমার ধারণা, আপনার সঙ্গীর মনেও এই বিষয়ে চিন্তা রয়েছে কিন্তু তিনি তা প্রকাশ করতে দ্বিধাবোধ করছেন। হয়তো আপনি বিষয়টি নিয়ে কথা বলতে আরম্ভ করলে তিনিও স্বচ্ছন্দে নিজস্ব মতামত জানাতে সক্ষম হবেন। মনে রাখবেন, স্পর্শকাতর বিষয় নিয়ে নিজের ইচ্ছা ও উদ্বেগ খোলাখুলি প্রকাশ করা স্বাস্থ্যকর। অন্যথায় আপনার মনের ভিতরের কথা কোনও ভাবেই হবু স্ত্রীর পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়।
মানছি, ভাবী জীবনসঙ্গীর সামনে যৌনতার প্রসঙ্গ তোলা যথেষ্ট কঠিন। কিন্তু একই সঙ্গে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের বিয়ের আর বিশেষ দেরি নেই। এখন থেকে এই বিষয়ে স্বাভাবিক আলোচনা শুরু করলে বিয়ের রাতে কোনও জড়তা অনুভব করবেন না। ধরুন, বিয়ের অনুষ্ঠান কেমন হবে এবং সেই সূত্রে ফুলশয্যার রাতের ব্যবস্থা সম্পর্কে তিনি কী চান– এই ভাবেই কথা শুরু করতে পারেন। মোদ্দা কথা, যৌনতার প্রসঙ্গ উত্থাপনের জন্য কথার ফাঁক খুঁজে বের করা।
এবার আসি আপনার প্রশ্নের অন্য দিকটিতে। বিয়ের রাতে যৌন মিলন উচিত কি না, প্রশ্নের জবাবে আমি শুধু এইটুকুই বলতে পারি যে এর কোনও ভালো-মন্দ হয় না। বিয়ের রাতের স্মৃতি আমাদের মনে চিরস্থায়ী ছাপ রেখে যায়। শুধু যৌনতার উপরই তা নির্ভর করে না। আমার মনে হয়, বিয়ের রাত ঘিরে আমাদের সাংস্কৃতিক আড়ম্বর যৌনতার প্রবেশ অবশ্যম্ভাবী করে তুলেছে। তবে সবচেয়ে খাঁটি কথা হল, বিয়ের রাতটি তেমনই হবে যেমন আপনি চান। সেই রাতে যৌনতা প্রধান উপাদান হতে পারে, আবার অনেক রাত পর্যন্ত মনের মানুষটির সঙ্গে খুনসুটিতেও মেতে উঠতে পারেন অথবা এই প্রথম দু’জন পরস্পরকে জড়িয়ে ধরে নিশ্চিন্ত ঘুমে ডুব দিতে পারেন। কিংবা এই সব কিছু নিয়েই মনের খেরোখাতায় গভীর রেখাপাত করে যেতে পারে বিয়ের রাতের অভিজ্ঞতা।
মোট কথা, যা যা আপনার উচিত ও ভালো মনে হবে, বিয়ের রাতে তা-ই করা ঠিক হবে।