বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা অভিষেক করেছিলেন শাহরুখ খানের বিপরীতে ‘রাব নে বানা দি জোড়ি’ ছবি দিয়ে। বাবার পছন্দে বিয়ে করে সংসার করা এক মেয়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তার অভিনয় প্রশংসিত হয়েছে বিটাউনে। কিন্তু এর পরের সব ছবিতে যেন ছিলেন এক অন্য আনুশকা। প্রায় সব ছবিতে তিনি।
তবে নায়িকাদের খোলামেলা দৃশ্যে অভিনয়ের সময় কোন না কোন সমস্যা হয়ই। তাছাড়া শুটিংয়ের সময় পোশাক নিয়ে বেশ বিব্রত অবস্থায় পরেছেন অনেক নায়িকাই
তেমনি একটি ভিডিওতে দেখা যায় একটি গানের দৃশ্যে শুটিংয়ের সময় আনুশকার পরে থাকা পোশাকের উপরের অংশ খুলে যায়। পরে অন্যপাশ থেকে এক ফটোগ্রাফার এসে তার পোশাক ঠিক করে দেয়। কিন্তু তাতেও আনুশকা বেশ সচ্ছল। হাসিমুখেই সেটি মানিয়ে নিয়েছেন তিনি। কিছুটা সাহসীও বটে।