ভক্তরাই তাঁর সব। আর সেই ভক্তদের জন্য উত্সবের মওশুমে কিছু করবেন না তা কি হয় ? তাও আবার ক্রিসমাস বলে কথা। তাই এবার ক্রিসমাস উপলক্ষে ‘হট’ ফটোশুট করলেন পুনম পান্ডে। ফটোর সঙ্গে শেয়ার করলেন একটি ভিডিও।
পুনম জানালেন, বেশ কিছুদিন ধরেই নাকি তাঁর ভক্তরা অভিযোগ করছিলেন, তিনি কেন নতুন কোনও ভিডিও শেয়ার করছেন না সোশাল সাইটে। তাই, ভক্তদের আবদার মেটাতেই ২৫ ডিসেম্বরের আগে যেন টুইটারে উপহার সাজিয়ে দিলেন পুনম। ‘কন্ট্রোভার্সি কুইন’ পুনম পান্ডের ‘হট’ ফটো এবং ভিডিও ইতিমধ্যে টুইটারে ট্রেন্ড করছে।
সান্তার টুপি পরে ‘পুনম পান্ডে সেক্সি সান্তা’ ক্যাপশন দিয়ে ওই ফটোগুলি টুইটারে শেয়ার করেন পুনম। যা দেখে বেজায় খুশি তাঁর ভক্তরা। ইতিমধ্যেই পুনম পান্ডের ওই ছবিগুলি সোশাল সাইটে ভাইরাল হয়ে গেছে।
ভিডিও দেখতে এখানে নিচে ক্লিক করুন