হ্যালোটুডে ডটকম: আগের বার যখন কোয়ান্টিকোর ট্রেলার প্রকাশ পেয়েছিল, প্রিয়াঙ্কার যৌনতার দৃশ্য ছিল হিট। এবার, কোয়ান্টিকোর পরের সিজ়নে প্রিয়াঙ্কাকে দেখা যাবে আরও হট রুপে।
কোয়ান্টিকোর যে টিজ়ারটি প্রকাশ পেয়েছে, তাতে আগের মতো কোনও যৌনতার দৃশ্য নেই। কিন্তু যা আছে, তাও কিছু কম নয়। নতুন আন্দাজ়ে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা। আগের বারযৌনতার দৃশ্যে অভিনয়ের জন্য বাহবা পেয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু এবার তিনি বাহবা পাবেন নিজের জন্যই।
প্রিয়াঙ্কার দু’টি লুক প্রকাশ পেয়েছে টিজ়ারে। একটি কালো গাউনে, অন্যটি পার্পল গাউনে। ৬ মার্চ থেকে টেলিকাস্ট শুরু হবে কোয়ান্টিকোর।