ইরোটিক থ্রিলার ‘জিসম’ সিরিজের তৃতীয় সংস্করণের কাজ শুরু হতে চলেছে। আর পরিচালক পূজো ভাট এখন থেকেই শুনিয়ে দিলেন আগের দুটো সংস্করণ তো বটেই ‘জিসম থ্রি’-র বলিউডের সবচেয়ে উত্তেজক সিনেমা হতে চলেছে। সিনেমায় তিনজন পুরুষ ও একজন মহিলার গল্প দেখানো হবে। ২০১৭ সালে রিলিজ করবে ভাট ক্যাম্পের এই সিনেমা। কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি।