প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যা করেছে পল্লব নামে এক যুবক। আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রেমিকা।
প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার সাথে অভিমান করে প্রেমিক সজিব মিয়াজী (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মতলব দক্ষিণ থানা পুলিশ সংবাদ পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। তবে সজিবের পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৯ ডিসেম্বর মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরী গ্রামে। সজিব মিয়াজী একই ইউনিয়নের তেলী মাছুয়াখাল গ্রামের হতদরিদ্র রশিদ মিয়াজীর ছেলে। সে লামচরী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। একই বিদ্যালয়ের হিন্দু সম্প্রদায়ের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে অভিমান করে সজিব আত্মহত্যা করেছে বলে তার সহপাঠীরা জানায়।এলাকাবাসী ও তার বেশ কজন সহপাঠী জানায়, তাদের দুজনের মাঝে প্রেম-ভালবাসা সম্পর্ক প্রায় দু’বছরের। দু’জন দু’ ধর্মাবলম্বী হলেও তাদের সম্পর্ক ও আন্তরিকতা ছিল গভীর। বিষয়টি উভয়ের পরিবার জানার পর উভয়কে এ পথ থেকে বিরত থাকার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু অভিভাবকদের কোনো কথার কর্ণপাত না করে তাদের সম্পর্ক আরো ঘনীভূত হয়। ঘটনার দিন রাতে প্রেমিক সজিব লামচরী গ্রামে তার প্রেমিকার বাড়িতে গেলে প্রেমিকার পরিবার তার সাথে অশোভন আচরণ করে এবং ভবিষ্যতে তার সাথে দেখা সাক্ষাৎ করতে নিষেধ করে। পরে রাগে ক্ষোভে প্রেমিক সজিব প্রেমিকার বাড়ির পার্শ্ববর্তী সীতানাথ তালুকদার বাড়ির বাগানের আম গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।গতকাল বুধবার সকাল ৭টায় অনিল বেপারী নামক এক ব্যক্তি ঐ বাগানের পাশ দিয়ে যাওয়ার পথে ঝুলন্ত লাশটি দেখে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে আসে। লাশের পরিচয় জানার পর তার অভিভাবকদেরকে সংবাদ দিলে তারাও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।এদিকে সংবাদটি মতলব দক্ষিণ থানা পুলিশকে জানালে থানার এসআই মিজানুর রহমান ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ছেলেটির পকেটে হাতের লেখা একটি কাগজ পাওয়া গেছে। তাতে লিখা রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে সজিব মিয়াজীর বাবা-মার দাবি, তাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে
এদিকে ভারতে
মধ্যমগ্রামের রানিপার্ক এলাকায় রবিবার বিকালে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় পল্লব পাল নামে এক যুবকের দেহ। তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল এবং সুইসাইড নোট পাওয়া গেছে। প্রেমে ব্যর্থ হয়েই প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যা করেন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, রবিবার প্রেমিকাকে বাড়ির সামনে গিয়ে এসএমএস করে ডাকেন পল্লব। প্রেমিকা না আসায়, বাড়ির সামনেই আত্মঘাতী হন ওই যুবক। পুলিশ জানিয়েছে, বাগুইআটির বাসিন্দা ওই যুবকের ২০১১ সালে বিবাহবিচ্ছেদ হয়। তার একটি পুত্রসন্তানও রয়েছে।