শিক্ষক বাবার মত। একজন শিক্ষক বাবার মত ছাত্রছাত্রীদের আদর ও শাসন দুটোই করার অধিকার রাখে। শিক্ষকের আদর এবং শাসন দুটোর সমন্বয়েই একজন শিক্ষার্থী মানুষের মত মানুষ হয়ে ওঠে। কথায় আছে শিক্ষকের বেতের মাথায় বিদ্যা। শিক্ষকের হাতের শাসন ছাড়া কোন শিক্ষার্থী একজন ভাল মানুষ হতে পারে না। কিন্তু সেই শাসনেরও একটা সীমা আছে। আর এই সীমা যখন অতিক্রম হয়ে যায় তখন তা আর শাসন থাকে না হয়ে যায় শোষন।
আমরা প্রায়ই বিভিন্ন জায়গায় শিক্ষক দ্বারা নির্মমভাবে শিক্ষার্থী নির্যাতনের কথা শুনতে পাই। অনেক সময় এই নিষ্ঠুরতার হার সীমা ছাড়িয়ে যায়। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এক শিক্ষক। যিনি ১৪ বছর বয়সী এক ছাত্রীকে চুলের মুঠি ধরে টেনে হিচড়ে পানিতে নামানোর চেষ্ঠা করেন।