বলিউডের বিতর্ক রানী বলা হয় রাখি সাওয়ান্তকে। সাবেক পর্ন তারকা ও বর্তমান আলোচিত অভিনেত্রী সানি লিওনকে নিয়ে বলিউডে এত মাতামাতি সহ্য করতে পারছেন না রাখি। অনেকদিন ধরেই সানির নামে প্রকাশ্যেই সমালোচনা করে যাচ্ছেন তিনি।
সানিকে ক্রমাগত আক্রমণ করা যাওয়া রাখি এবার নতুন দাবি করেছিলেন কিছুদিন আগেই। বলেছিলেন সানিকে টেক্কা দিতে পর্ন সিনেমায় নামবেন রাখি। এবার তিনি আরেক তীক্ষ্ণ মন্তব্য করে খবরের শিরোনামে চলে এলেন। রাখি জানালেন, তিনি পর্ন সিনেমা করলে সানির থেকে লোকে নাকি তাকেই বেশি দেখবে।
এক সাক্ষাৎকারে রাখি বললেন, দেশের যুবসমাজকে গোল্লায় পাঠাচ্ছেন সানি লিওন। সঙ্গে তিনি এও দাবি করেন, দেশের সংস্কৃতিকে ধ্বংস করছেন সানি। বলিউড সুপারস্টার আমির খান সানি লিওনের সঙ্গে কাজ করতে চাওয়ার পর থেকেই এমন আক্রমণাত্মক মন্তব্য করা শুরু করেছেন রাখি। এমনকি সেই সাক্ষাৎকারে সানিকে ভারত ছাড়তে বলেন তিনি। –