বলিউডে নিজের প্রথম সিনেমার জন্যই নগ্ন হলেন বাঙালি অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি। অনির পরিচালিত ‘শাব’ সিনেমার মাধ্যমেই হিন্দি সিনেমায় অভিষেক ঘটছে তার।
ডেকান ক্রনিকল বলছে, সিনেমার একটি দৃশ্যে নিজের উধ্বর্াঙ্গ পুরোপুরি উন্মুক্ত করতে দেখা যাবে অর্পিতাকে। এ দৃশ্যটি ব্যাপারে প্রথম বেশ আপত্তি ছিল অর্পিতার স্বামী অভিনেতা প্রসেনজিৎ-এর। পরে সিনেমার কাহিনি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দৃশ্যটির গুরুত্ব অনুধাবন করতে পারেন তিনি।
অর্পিতা জানিয়েছেন, কোনো রকম অস্বস্তি ছাড়াই দৃশ্যটিতে অভিনয় করেছেন তিনি। তিনি আশা করছেন, দৃশ্যটি অশ্লীল নয়, বরং নান্দনিক মনে হবে দর্শকদের কাছে।
বলিউডে প্রথমবার পা রাখলেও টালিগঞ্জে পরিচিত মুখ অর্পিতা। ১৯৯৯ সালে ‘তুমি এলে তাই’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু। এরপর অভিনয় করেছেন ‘দেবা’, ‘দেবদাস’, ‘দাদাঠাকুর’, ‘অনুপমা’, ‘উৎসব’-এর মতো সিনেমায়।
‘শাব’- এর গল্প এগুবে চারটি চরিত্রকে ঘিরে যারা দ্বৈত জীবন যাপন করে। দৃশ্যপট পাল্টে যায়, যখন তাদের মুখোশ খুলে যায়। সিনেমায় অর্পিতা ছাড়াও অভিনয় করেছেন রাভিনা ট্যান্ডন এবং আশিষ বিশি।