শুধু খেলা দেখতেই নয়। খেলতেও ভালো লাগে পূর্ণিমার। আর দিন দিন যেন ক্রিকেট খেলার প্রতি ভালোবাসা বাড়ছে। ক্রিকেট খেলা দেখে আনন্দও পাই।
আমি ছোট বেলা থেকেই ক্রিকেট খেলা দেখি, কিন্তু বিয়ের পর থেকে আমি বাংলাদেশের খেলা একটাও মিস করি না। বাংলাদেশের ক্রিকেট আমার কাছে অনেক ভাল লাগে। ক্রিকেট কে আমি এত ভালোবাসি যে মাজে মাজে আমি আমার বাচ্চার সাথে ক্রিকেট খেলি।
পূর্ণিমা বলেছেন, আমি খেলাধুলো ভালোবাসি। ভালোবাসি সকারও। এটি আমার অন্যতম প্রিয় খেলা। ছোটো থেকেই ক্রিকেটও ভালোলাগত। তবে এই খেলার প্রতি উৎসাহ বা অনুরাগ যেন আরও বাড়ছে।
এখানেই শেষ নয়। খুব ছোটো থেকেই তিনি সকার খেলতেন বলে জানিয়েছেন।
এমনকী পিং পং, ভলিবল, বাস্কেটবল ছাড়া আরও অনেক ধরনের খেলাধুলোর সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানিয়েছেন তিনি। আগামী দিনে বাংলাদেশ সাফল্য পাবে বলেও আশা প্রকাশ করেছেন পূর্ণিমা।