আবে হাট রে হালকাট, এক ঘণ্টে সে মুঝে পেন্ডুলাম কি তারাহ হিলা রাহা হ্যায়।
গঙ্গা যাহা ভি রহেগি, সব কো খুশ রাখেগি। জি হা, মে বেইশ্যা হু। আপ কেয়া সোচ তে হ্যায় সেক্স কে বারে মে? ম্যায় স্রেফ লেনে মে বিলিভ করতা হু। মেরে লিয়ে কলঙ্ক, ইজ্জতকা তিলক হোগা। হর পতি আপনি পত্নীমে সীতা ঢুন্ডতে হ্যায়, লেকিন রাম বননে কি কোশিশ নেহি করতা।
কখনও নারী চরিত্রের মুখে থাকছে এই সংলাপ, কখনও নারীকে উদ্দেশ্য করে পুরুষের মুখে সংলাপ। সমাজ-সেক্স ও সম্পর্কের এক উদ্ভট মিশেলে CK আর্টস প্রযোজনায় তৈরি হয়েছে ফিল্ম-সিক্স এক্স। ইরফান ইশাক, আলি শাহ্, রাভি রায়ান কাঠুরিয়া, দেবেন্দ্র শিবাজি যাদব, মনজিৎ মোগা, চন্দ্রকান্ত সিংহ- এই ছয়জনের স্বতন্ত্র পরিচালনাই এই সিনেমার USP। অভিনয় করেছেন সোফিয়া হায়াত, অশ্মিত প্যাটেল, ঋতুপর্ণা সেনগুপ্ত।