উড়তা পাঞ্জাব’-এর প্রচারে গিয়ে নাকি কারিনার সঙ্গে ইচ্ছাকৃত ভাবে ছবি তুলছেন না শাহিদ। ছবির ট্রেলর লঞ্চের সময় থেকেই সংবাদ মাধ্যমের চোখে পড়ে, কারিনাকে কেমন যেন এড়িয়ে যাচ্ছেন শহিদ। শুরু হয় জল্পনা। তবে কি পুরানো প্রেম ভুলতে পারছেন না! নাকি বউ মীরার বারণ! জবাবটা এবার নিজেই দিলেন শহিদ।
তিনি বললেন, কারিনা আর তিনি পাশাপাশি থাকলে ছবি ছাপিয়ে শুধু তাঁদের নিয়েই কথা হবে। মার খাবে ছবির প্রচার। এটাই চান না। তাই ইচ্ছাকৃত তিনি আর কারিনা এক ফ্রেমে আসছেন না।
এমনিতে কারিনার সঙ্গে পুরানো সম্পর্ক নিয়ে কোনও অস্বস্তি নেই তাঁর। এসব সংবাদ মাধ্যমের রটনা। তবে যা রটে কিছু তো বটেই। ‘ইক কুড়ি’ গানের লঞ্চে শুধুই আলিয়াকে দেখা গেছিল। কারিনা বা শাহিদ- কাউকেই দেখা যায়নি। শুক্রবার এক রেডিও স্টেশনের অনুষ্ঠানে ছিলেন শুধুই শাহিদ আর আলিয়া। এই ভাঙা হাট কেন? জবাবে শাহিদ বললেন, ‘সবে প্রচারের শুরু। পিকচার অভি বাকি হ্যায়’।সূত্র: আজকাল