সমুদ্রের নীচে নীল তিমির সঙ্গে ক্যাটসুন্দরী। ভোগ ম্যাগাজিনের ২০১৬-র জুন মাসের এডিশনের জন্য শুটিং করলেন ক্যাটরিনা কাইফ। ‘বার বার দেখো’ আর ‘জগ্গা জাসুসের’ শুটিংয়ের ফাঁকেই সেরে ফেলেছেন ভোগের কভারের এই ফটোশুট। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ক্যাটসুন্দরীর ভোগ ফটোশুটের ভিডিও।
সম্পূর্ণ নতুন লুকে ক্যাটরিনা কাইফ। ভোগ ম্যাজিনের সামার এডিশনের ফটোশুটে হট এবং সিজলিং অবতারে দেখা গেল বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীকে। এর আগে বেশ কয়েকবার ভগের কভারপেজে তিনি ছিলেন। তবে এই ধরনের বোহেমিয়ান লুকে এই প্রথম। ফিলিপিনসের সেবুর সমুদ্রসৈকতে বেশ গ্রেসফুলি হেঁটেছেন তিনি। একইসঙ্গে সমুদ্রের নীচে নাল তিমির সঙ্গে সাঁতার কেটেছেন আর ফিসফিসিয়ে যেন কি বলেছেন। ব্ল্যাক সুইমশুটে তিনি হার মানিয়েছেন জলকন্যাকেও। আর কিছুদিনের মধ্যেই সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে দেখা যাবে বার বার দেখো ছবিতে। আর তার পর রণবীরের সঙ্গে জগ্গা জাসুস। তার আগে ক্যাটরিনার এই ফটোশুটের ভিডিও তাঁর ফ্যান ফলোয়িং সংখ্যা আরও বাড়িয়ে দেবে।
সূত্র: জিনিউজ