তাদের বন্ধুত্ব প্রায় ১৭ বছরের। এ কারণে অনিল কাপুরের কোনও অনুরোধই ফেলতে পারেন না আমির খান। তাই অনিলের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ২৪-এ দেখা যাবে বলিউডের এই সুপারস্টারকে। নতুন হলেও ২৪ ধারাবাহিকটি অল্পদিনে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তাই এবার এই ধারাবাহিকে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছে আমিরকে।
এর আগে সত্যমে জয়তে রিয়ালিটি শো-তে আমিরকে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিলো। এ কারণে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তাই এবার ছোটপর্দায় আরও একবার কাজ করতে চলেছেন আমির। তবে এখনও অভিনয় করার বিষয়ে পুরোপুরি সম্মতি জানাননি ৫১ বছর বয়সী এই অভিনেত্রী।
ধারাবাহিকের চিত্রনাট্য এবং চরিত্র পছন্দ হলে তবেই অভিনয়ের জন্য সম্মতি জানাবেন আমির। ১৯৯৯ সালে মন ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন আমির ও অনিল। সেই সময় থেকেই তাদের বন্ধুত্ব তৈরি হয়৷ এই বন্ধুত্বই দুই জনকে এবার এক ধারাবাহিকে অভিনয় করার ইচ্ছে জোগাচ্ছে।