দুপুরে বিয়ের পর সন্ধ্যায় স্বামীসহ প্রকাশ্যে এলেন অভিনেত্রী মাহিয়া মাহি। গতকাল মঙ্গলবার মাহির বিয়ের গুজব ছড়িয়ে পড়লেও আজ বুধবার দুপুর দেড়টায় সিলেটের সন্তান মাহমুদ পারভেজ অপুর সাথে পরিণয়ে আবদ্ধ হন। দুপুরে মাহিয়া মাহিয়া কালের কণ্ঠকে বিয়ের খবর নিশ্চিত করে বলেছিলেন, ‘সন্ধ্যায় প্রকাশ্যে আসবো। আপনাদের দাওয়াত রইল।’
সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি কমিউনিটি সেন্টারে মাহি-অপুর দুই পরিবারের আত্মীয় এবং সাংবাদিকদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনে উপস্থিত স্বামীসহ। আর সেখানেই লাল শাড়িতে নিজেকে জড়িয়ে মাথায় টিকলি, নাকে নোলক, হাতে চুড়ি পরে উপস্থিত হন। সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেন তাঁর জীবন সঙ্গীর সাথে।
পাত্র বরের নাম পারভেজ মাহমুদ অপু যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করে এসেছেন। বর্তমানে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসা দেখছেন। দুই পরিবারের সম্মতিক্রমে পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন হয়েছে।
বুধবার সকালে মাহির উত্তরার বাসায় প্রথমে বাগদান ও এরপর বিয়ে সম্পন্ন হয়।