বয়স মাত্র চার। আর এর মধ্যেই নিজের পছন্দ-অপছন্দের কথা তীব্র ভাবে জানাতে শিখেছে সে। সে হল আব্রাম। শাহরুখ খানের ছোট ছেলে। দিন কয়েক আগেই সে জানিয়েছে, আমির খান তার সবচেয়ে পছন্দের আঙ্কেল।
আসলে দিন কয়েক আগে ‘সরবজিত্’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের পর আফটার পার্টি সেরে শাহরুখের বাংলো ‘মন্নত’-এ গিয়েছিলেন আমির। তবে খালি হাতে নয়। আব্রামের জন্য প্রচুর খেলনা নিয়ে গিয়েছিলেন নায়ক। আর সে সব ছোটে খানের এতই পছন্দ হয়েছে যে, তার মতে এখন ‘আমির আঙ্কেল ইজ বেস্ট।’
টুইটারে শাহরুখ আমিরকে ট্যাগ করে ধন্যবাদ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমির, খেলনাগুলোর জন্য অনেক ধন্যবাদ। আব্রাম এখন রোজ ঘুম থেকে উঠেই খেলতে শুরু করে দিচ্ছে।’
এমনিতেই শাহরুখ-আমিরের মধ্যে পেশাদারি দূরত্ব কমে আসছে। প্রকাশ্যে তাঁরা বাড়িয়েছেন বন্ধুত্বের হাত। আব্রামের হাত ধরে তা আরও পোক্ত হল বলেই মনে করছেন বলি-টাউনের একটা বড় অংশ।