কঙ্গনা রানাওয়াত যখন হৃত্বিকের সঙ্গে সম্পর্কের প্রমাণ দিতে ছবি পেশ করেছিলেন, উদ্ধারে এগিয়ে এসেছিলেন তিনিই। জানিয়েছিলেন, ঋত্বিক-কঙ্গনার ওই ঘনিষ্ঠ ছবি জাল। ফটোশপ করা। ছবি তোলার সময় হৃত্বিকের পাশে তিনিও ছিলেন। তাঁর স্পষ্ট মনে আছে, হৃত্বিক কখনোই কঙ্গনার সঙ্গে অত ঘনিষ্ঠ হননি। এবার সেই প্রাক্তন স্বামীর সঙ্গেই ফের এক ছাদের তলায় রাত কাটালেন তিনি। সুজান খান। মুম্বাইয়ের এক পার্টিতে। বন্ধু অনু দিওয়ান পার্টি দিয়েছিলেন। সেখানেই এক সঙ্গে নাচতে দেখা যায় হৃত্বিক-সুজানকে। পরে এক কোণে বসে খোশগল্পে মাতেন দু’জন। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন দু’জন। তার পর থেকে আর কখনো তাঁদের পাশাপাশি দেখা যায়নি। ওই পার্টির পরেই বি টাউনে ফের কানাঘুষো, তবে কি ফের কাছাকাছি ঋত্বিক-সুজান! কঙ্গনার অভিযোগে কোণঠাসা হৃত্বিক কি ফের সুজানের কাঁধেই মাথা রাখছেন! দু’জনের কেউ যদিও মুখ খোলেননি।
সূত্র: আজকাল