অভিনেতা আলমগীর ক্লাস নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ‘টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ’ বিভাগ আমন্ত্রণ জানিয়েছিল জনপ্রিয় এই অভিনেতাকে।
গত মঙ্গলবার তিনি শিক্ষার্থীদের পড়ান ‘হাউ টু অপারেট ইয়োর অ্যাক্টরস’ বিষয়ে। পাশাপাশি নিজের অভিনয়জীবন, পরিচালনা ও পুরস্কারপ্রাপ্তির ঘটনা শেয়ার করেন শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন আলমগীর।