এক মালায়ম ছবির হিন্দি রিমেক। এই ছবির কাহিনির কেন্দ্রে রয়েছেন এক বয়স্ক লোক। যিনি সম্পর্কে জড়াবেন এক অল্প বয়সী মহিলার সঙ্গে। প্রেমসর্বস্ব এই ছবিতে বহু সাহসী দৃশ্য এবং সংলাপও থাকছে। ছবির পরিচালক হিন্দি ছবির জনপ্রিয় ভিলেন এবং চরিত্রাভিনেতা প্রকাশ রাজ। বলিউডে এই ছবির মধ্যে দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটছে তাঁর। ছবির নাম রাখা হয়েছে তড়কা। এর মালায়াম ভার্সানের নাম ছিল সল্ট অ্যান্ড পিপ্পার।
হিন্দি নামেই বোঝা যাচ্ছে ছবির সাহসী উত্থাপ্পন নিয়ে। তড়কা এক প্রৌঢ় মানুষের জীবনের যৌনতাকে ঘিরে। এই ছবির নায়কের ভূমিকায় থাকছেন নানা পাটেকর। দীর্ঘদিন পর বড় পর্দায় অভিনয় শুরু করেছেন নানা। আর তাঁর প্রেমিকার চরিত্রে থাকছেন শ্রীয়া সরণ। প্রেমরঙে রাঙাতে নানা-কে রাঙাতে তিনি কসুর করবেন না। খুব শিগগির শ্যুটিং শুরু হওয়ার কথা।