অপু বিশ্বাস। যেন নেটওয়ার্কের বাইরে। মুঠোফোন বন্ধ, নেই ফেসবুকেও। আগে চুক্তিবদ্ধ হওয়া দুটি ছবির শুটিং হচ্ছে তাঁকে ছাড়াই। কোথায় অপু বিশ্বাস? অবশেষে কৌশলেই পাওয়া গেল বাংলা চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রীকে।
কেন দূরে?এমনকি শাকিব খানও তো আজকাল আপনার সম্পর্কে কোনো তথ্য দিতে পারছেন না, এমন প্রশ্নের জবাবে অপু উত্তর দিতে সময় নেননি। তিনি বলেন, সহকর্মীদের সঙ্গে এখন যোগাযোগটা কম। হাতে থাকা ছবির বেশির ভাগ শুটিং শেষ। ফলে কাউকে আর বিরক্ত করি না। আরেকটা কথা, শাকিব কেন আমার খবর রাখবে? আমি কি তাঁর ঘরের বউ? আমরা শুধু পর্দাজুটি, ঘরের জুটি নই। ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি দুটি ছেড়ে দেওয়ার কারণ নাকি শাকিব খান? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, কে বলেছে এই সব বাজে কথা! বরং শাকিবই তো আমাকে কাজ করার কথা বলেছে।
অভিনয় ছাড়া আর কি করছেন? অপু বলেন, অভিনয়টা আমার মূল পেশা। তবে ব্যবসাটাও বেশ উপভোগ করছি। দেখি, জিমের পর পার্লার ও রেস্টুরেন্টের ব্যবসা করা যায় কি না।