ব্লাড ক্যান্সারে আক্রান্ত পাঁচ বছরের শিশু অনস্ক্রিনে সালমান খানকে দেখে ফিরে পেল প্রাণের স্পন্দন, বাঁচার স্ফূর্তি। শুধু তাই নয় মেয়েটির মা জানিয়েছেন, তাঁর মেয়ের মনে ভারতের প্রতি এক ধরনের বিদ্বেষ তৈরি হয়েছিল, তা আবার মুছে গেছে ‘প্রেম রতন ধন পায়ো’-তে রক্ষণশীল সালমান খানকে দেখে। তাই ক্যান্সার আক্রান্ত শিশুর মায়ের আবদার, তাঁর মেয়েকে জন্মদিনে যদি একটা শুভেচ্ছা জানাতেন বলিউড তারকা।
রিকা নামের পাঁচ বছরের শিশুর মা জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে ২০১৩ সালে যখন তাঁরা ভারত-ভ্রমণে এসেছিলেন, তখনই ছোট্ট রিকার শরীরে ধরা পরে এই মরণব্যথি রোগের বীজ। তারপর থেকে ছোট্ট রিকার মনে বদ্ধমূল ধারণা ছিল ভারতে আসার জন্যেই সে এই রোগে আক্রান্ত হয়েছে। রিকার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে সে ভারত সম্পর্কিত কোনও কিছু আর সহ্য করতে পারতো না। কিন্তু এই বছর ২৯ এপ্রিল প্রথম ক্যান্সারমুক্ত জন্মদিন কাটাল পাঁচ বছরের রিকা।
এর মধ্যেই হঠাৎ একদিন রিকা টিভিতে সালমানের ‘প্রেম রতন ধন পায়ো’ দেখে। তারপর থেকেই সে অনেক উচ্ছল, হাসি-খুশি হয়ে উঠেছে, জানিয়েছেন আক্রান্ত শিশুর মা। তাই রিকার মায়ের একটাই আবদার বলিউড তারকার কাছে, যে কোনও মাধ্যমে যদি সালমান তাঁর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেন তাহলে ভাল হত।