প্রায়ই কানাঘুষা শোনা যায়, সালমান খান নাকি তাঁর ‘প্রাক্তন’ সম্পর্ক নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে বর্তমান সঙ্গীকে বিশেষ সময় দিতে পারেন না। ফলে কিছুদিন পর ‘বর্তমান’ও ‘প্রাক্তন’ হয়ে যান। সে যাইহোক, নিন্দুকদের মুখে ছাই দিয়ে সালমান খান বার বার প্রমাণ করে দেন (ব্যতিক্রম শুধুই ঐশ্বরিয়া) প্রাক্তনরাও ‘ভালো বন্ধু’ হতে পারেন।
প্রায় দু’দশক আগে বিচ্ছেদ হয়ে গিয়েছিল সঙ্গীতা বিজলানি এবং সালমান খানের। এর পর ক্রিকেট তারকা মহম্মদ আজহারুদ্দিনের সঙ্গে প্রেম ও পরিণয়। কিন্তু আজহারের সঙ্গে বিচ্ছেদের পর প্রাক্তন প্রেমিকার কষ্ট চোখে দেখতে পারেননি সালমান। এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়েছেন তাঁর এই কঠিন সময়ে। তবে শুধু পাশে থাকাই নয়, সঙ্গীতার ফিটনেস নিয়েও যথেষ্ট সচেতন সালমান।
শোনা যাচ্ছে সঙ্গীতার ফিটনেস লেভেল বাড়ানোর জন্যে তাঁকে বিশেষভাবে ট্রেন করেন সালমান নিজেই। অন্য কোনো ট্রেনারের উপর বিশেষ ভরসা রাখতে পারেন না তিনি। ফলে একসঙ্গে বেশ খানিকটা সময়ও কাটাচ্ছেন দু’জনে। এদিকে জোর গুঞ্জন লুলিয়ার সঙ্গে নাকি খুব তাড়াতাড়িই বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন সল্লু মিয়াঁ। তাহলে খানদানে শুরু হল আবার কোনো নতুন রসায়ণ?
সূত্র: এই সময়