মুক্তি পেয়েছে বেফিক্রের নতুন পোস্টার। এই পোস্টারেও প্যাশনেট আক্রমণাত্মক চুম্বন। প্যারিসের একটি বাড়ির ছাদের ওপর লিপ লক অবস্থায় দেখা গেছে রণবীর সিং ও বাণী কাপুরকে।
রণবীর সিং ও বাণী কাপুর টুইটারে পোস্টারটি প্রকাশ করেছেন। ছবির প্রথম পোস্টারেও ঠোঁটে ঠোঁটে চুমু খেতে দেখা গিয়েছিল রণবীর ও বাণীকে। দ্বিতীয় পোস্টারেও তাই। ছবির প্লট প্যারিস। দ্বিতীয় পোস্টারে তার আন্দাজ মিলেছে। রণবীর আর বাণীর পিছনে, দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার।
লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস ছবির গল্প অবলম্বনে তৈরি হয়েছে বেফিক্রে । ছবিটি একটি প্যাশনেট লাভস্টোরি। বাঁধনছাড়া প্রেম নিয়েই গড়ি উঠেছে গল্প। শোনা গেছে ছবিতে নাকি রণবীর আর বাণীর অনেক রোম্যান্টিক সিন আছে। এ বছর ৯ ডিসেম্বর রিলিজ় করবে বেফিক্রে ।