খোঁপায় পরা বেলিতে কেউ স্নিগ্ধ, জামদানিতে কেউ অভিজাত, কারও গয়না ছড়াচ্ছে আলাদা দ্যুতি, লাল বা কালোয় কেউ জমকালো—আবার স্যুট-বুটে কেউ কেতাদুরস্ত, কেউবা একেবারেই ক্যাজুয়াল। সেদিন সন্ধ্যায় তারকারা এসেছিলেন নানা রঙের নানা ছন্দের সাজপোশাকে। ২৯ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপলক্ষটা ছিল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫ অনুষ্ঠান৷ কোন তারকা কী পরেছিলেন, কীভাবে সেজেছিলেন—এ নিয়ে আগ্রহ ছিল দর্শকদের। সেই অনুষ্ঠানে তারকাদের সাজপোশাক নিয়েই নকশার এই আয়োজন৷
জয়া,মিম,মাহি* জমকালো জয়া
লেসের কাজ করা নেটের শাড়িতে জয়া আহসানকে বেশ জমকালো লাগছিল। সঙ্গে ছিল আকাশি রঙের পাথর বসানো ঝোলানো ধাতব দুল। এক হাতে ব্রেসলেট, আরেক হাতে ঘড়ি। ম্যাচিং করে কালো রঙের ক্লাচ নিয়েছিলেন।
* টুকটুকে মিম
দেশি কাপড় দিয়ে বানানো মিমের জমকালো পোশাকটা ফিউশনধর্মী। পরেছিলেন লাল লেহেঙ্গা। জামদানি ব্যবহার করা হয়েছে লেহেঙ্গায়। ব্লাউজটা ছিল নেটের। সব মিলিয়ে লাল টুকটুকে সাজে সেজেছিলেন মিম।
* অন্য মাহি
মিষ্টি গোলাপি কাতানে চওড়া জরির পাড়, পেছনে পনিটেইল বাঁধা চুলে বেলির মালা, আর কপালে গোল টিপ। চিরায়ত বাঙালি সাজে এ যেন এক অন্য মাহি।
হাবিব* ব্যাক ব্রাশে হাবিব
সাদা টি-শার্ট আর নরম কাপড়ের ক্যাজুয়াল ব্লেজার বেছে নিয়েছিলেন হাবিব ওয়াহিদ। চুল ব্যাক ব্রাশে উল্টে নিয়েছিলেন পরিপাটি করে। খোঁচা খোঁচা দাড়িতে বাড়তি সুবিধা এনে দিয়েছিল হাবিবের ক্যাজুয়াল স্টাইলে। আর হ্যাঁ, কানের দুলটাও নজরে আসছিল অনেকের।
জাহিদ হাসান* শুভ্রতায় জাহিদ হাসান
সাদা পাঞ্জাবি-পায়জামার ওপর এই সময়ের ট্রেন্ডি কটি পরে এসেছিলেন জাহিদ হাসান। এক হাতে ঘড়ি—এটুকুতেই নজর
কাড়েন তিনি।
তিশা* স্নিগ্ধ তিশা
আড়ংয়ের সাদা জামদানি শাড়ি। খোঁপায় বেলি ফুল, হাতে লাল চুড়ি আর কপালে লাল টিপ। দারুণ স্নিগ্ধ তিশা।
অপি* লাল–কালোয় জমকালো অপি
লাল শাড়িতে সুতার ভরাট কাজ। উঁচু গলার কালো ব্লাউজটার সঙ্গে মিলিয়ে হাতের ক্লাচ ব্যাগ। এক হাতে চুড়ি, অন্য হাতে কালো বেল্টের ঘড়ি। সব মিলিয়ে লাল–কালোয় জমকালো অপি করিম।
* কালো টিপে শাহীন সামাদ
পরনের শাড়ি ও ব্লাউজের সঙ্গে মিলিয়ে কপালে কালো টিপ পরেছিলেন শাহীন সামাদ। গলায় চিকন মালা আর চুলে ছিল বেলি ফুলের সুবাস।
* কালো ছাইয়ে অভিজাত
কালো আর ছাই রঙা শাড়িতে সেজেছিলেন সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। শাড়ির সঙ্গে মিলিয়ে গলায় পরেছিলেন মালা।
শাহীন সামাদ,ফরিদা পারভীন,অদিতি মহসিন* হলুদ রঙে
লেবু–হলুদ রঙা শাড়ির সঙ্গে কপালে লাল টিপ দিয়েছিলেন ফরিদা পারভীন। আঁকা চোখ, ঠোঁটে দিয়েছিলেন গাঢ় রঙের লিপস্টিক।
* মুক্তার গয়নায় অদিতি
সুতির শাড়ির ওপরে অদিতি মহসিন পরেছিলেন ছাই রঙের মুক্তার গয়না। ছোট্ট একটা টিপ দিয়েছিলেন কপালে।
স্বাগতা, সভ্যতা ও সন্ধি* তিন তারা
দুদিকে সাদা, মাঝখানে চোখজুড়ানো সবুজ। স্বাগতা, সভ্যতা আর সন্ধি—তিন ভাইবোনের সাজপোশাকে তারুণ্যের উচ্ছলতা। স্বাগতার হাতা কাটা ব্লাউজের বর্ডারে শাড়ির পাড়ের গোলাপি পাইপিং, চুলের পুঁতির ব্যবহার। সভ্যতা পরেছিলেন ব্যান্ড গলার সবুজ টপ আর সন্ধির সাদা পাঞ্জাবি।
বিন্দু* স্টাইলিশ বিন্দু
গাউনটির কাটে স্কার্ট-টপের ছাঁট৷ কালো-ছাইরঙা পোশাকে সিকোয়েন্সের কাজ এনেছে জমকালো আমেজ৷ মেসি স্টাইলে উঁচু করে বাঁধা চুলে স্টাইলিশ বিন্দু৷
বরী* মিষ্টি সাজে কবরী
ড্রেসিডেল থেকে কেনা শাড়ি পরেছিলেন কবরী। কানে-গলায় ছিল শেলের গয়না, হাতে মুক্তার চুড়ি। কপালে টিপ, নাকে নাকফুল আর ছাড়া চুলের সাদামাটা সাজে বরাবরের মতোই ‘মিষ্টি মেয়ে’ কবরী।
মেহজাবিন,আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া* সোনালি মেহজাবিন
মেহজাবিনের আনারকলিতে ছিল সোনালি সুতায় পেটানো জরির কাজ। ন্যাচারাল মেকআপের সঙ্গে খোলা চুল। কপালে ছোট কালো টিপ, বেশ মিষ্টি দেখাচ্ছিল এই তারকাকে৷
মাহফুজ* স্মার্ট ক্যাজুয়াল মাহফুজ
ফুলহাতা শার্ট হালকা নীল রঙের। সঙ্গে কালো গ্যাবার্ডিন প্যান্ট, কালো জুতায় স্মার্ট মাহফুজ আহমেদ।
* নায়কের সাজে আরিফিন শুভ
অনুষ্ঠানজুড়ে তাঁকে অভিনয় করতে হয়েছিল সিনেমার নায়ক হিসেবে। সে অনুযায়ী ছিল পোশাক। পরনে ছিল লাল রঙের শার্ট, ভেতরে ছাপা গেঞ্জি। এর সঙ্গে হালকা নীল রঙের জিনস, পায়ে এডিডাস কনভার্স।
* লেহেঙ্গায় ফারিয়া
অভিনেত্রী নুসরাত ফারিয়া পরেছিলেন বোন মারিয়া ফয়সালের নকশা করা লেহেঙ্গা। কালচে খয়েরি টপের সঙ্গে নিচের দিকে পরেছিলেন সোনালি জরির কাপড়ে তৈরি অনেক ঘেরওয়ালা লেহেঙ্গা। গলায় ভারী পাথরের মালা।
তাহসানমম* জেমস বন্ড তাহসান
একদিকে উপস্থাপক, অন্যদিকে জেমস বন্ড। প্রথমে তাহসানের পরনে ছিল পুরো কালো রঙের স্যুট। ফেরদৌস টেইলার্স থেকে বানানো স্যুটের সঙ্গে টাইও পরেছিলেন। পরে পোশাক পাল্টে হালকা রঙের স্যুট পরেন, যেটা রেলুসে থেকে কেনা। হাতে র্যা ডোর ঘড়ি। পরনে ছিল সাদা শার্ট।
* অনন্য মম
সাধারণ সাজেও মম হয়ে উঠেছিলেন অনন্য। পরে এসেছিলেন জরির বর্ডার দেওয়া একরঙা শিফনের শাড়ি।
কানে ঝোলানো দুল। হাতে ছিল ঘড়ি ও ব্রেসলেট।
মিথিলা,মোহনা মিম* শাড়ির সঙ্গে মিলিয়ে
সোনালি বর্ডারের লাল শিফনের শাড়ি পরেছিলেন মিথিলা। শাড়ির সঙ্গে মিলিয়ে গলায় ছিল লাল মালা আর হাতে সোনালি চুড়ি।
* কালোতেই উজ্জ্বল মোহনা মিম
অনুষ্ঠান উপলক্ষেই পোশাকটি বানিয়েছেন মোহনা মিম। লম্বা কুর্তা কাটের কালো কামিজেই ছিলেন উজ্জ্বল।
নোবেল* নোবেল স্টাইল
শার্টটাই ছিল নজরকাড়া। নোবেলের সাদা রঙের শার্টের হাতাটা ছিল প্রিন্টের। ইতালির ব্র্যান্ড ভার্সাচের শার্টটা তিনি উপহার পেয়েছিলেন এক বন্ধুর কাছ থেকে। বেল্ট ও বুট ছিল ডিজেল ব্র্যান্ডের। আর নোডি ব্র্যান্ডের হালকা নীল রঙের জিনস। শার্টের সঙ্গে বেশ মানিয়ে ছিল।
হৃদয় খান* স্পাইক চুলে হৃদয় খান
হৃদয় খান পোশাকে বেছে নিয়েছিলেন সাদা-কালো রং। সাদা টি-শার্ট আর কালো ব্লেজার। তবে চুলগুলো ছিল অন্য রকম। সামারকাট চুলে স্পাইক করে এসেছিলেন হৃদয় খান।
সামিয়া আফরীন,শবনম ফারিয়া* চাপা সাদায় সামিয়া
চাপা সাদা শাড়িতে সোনালি নকশা করা। সামিয়া আফরীনের ব্লাউজও ছিল নজরকাড়া। খোলা চুলে এক হাতে ঘড়ি, অন্য হাতে ব্রেসলেট পরেছিলেন।
* শাড়িতে শবনম
শবনম ফারিয়া পরেছিলেন সাদা শিফনের শাড়ি। পাড়ের দিকে গোলাপি ও সবুজ কুঁচির কাজ। তার সঙ্গে মিলিয়ে হাতাকাটা ব্লাউজ।
* সাবিলা নূর
লম্বা লেইসের কটি পরে এসেছিলেন সাবিলা নূর। গলা, হাত আর কানে পরেছিলেন সেটের গয়না।
* গাউনে ভাবনা ও বেনজির
সিঙ্গাপুর থেকে ক্রিশ্চিয়ান ডিওরের গাউনটি কিনেছেন ভাবনা। হাতের ঘড়িটা ছিল ওমেগার।
মেঝে ছোঁয়ানো গাউন পরেছিলেন মডেল বেনজির। এক হাতে ঘড়ি, অন্য হাতে ক্লাচ।
সাবিলা নূর,ভাবনা, বেনজির,বাপ্পি* রাঙামাটির সাজে টয়া
রেড কার্পেটে পিনন-খাদি পরা টয়াকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন সেদিন৷ এই তারকা জানালেন, মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের জন্যই তাঁর জন্মস্থান রাঙামাটি থেকে আনিয়েছেন এই পিনন-খাদি৷
* লাভার বয় বাপ্পি
চলচ্চিত্র অভিনেতা বাপ্পি এদিনও ছিলেন ‘লাভার বয়’ ইমেজে। ক্রিম কালার শার্টের ওপর চাপিয়ে এসেছিলেন ব্লেজার। ট্রিম করা দাড়ি আর হাতে সাজানো চুলের সামনের দিকটা লালচে রং করা।
রুমা, টুম্পা ও ইমি* শাড়ি গাউনে তিন কন্যা
মডেল রুমা পরেছিলেন গাউন। চোখে স্মোকি সাজ।
কালো শাড়িতে টুম্পার ব্লাউজটি ছিল কালো-সোনালি রং।
মডেল ইমি এসেছিলেন স্টাইলিশ টপের সঙ্গে কায়দা করে পরা শাড়িতে। এক হাতে চুড়ি পরেছিলেন তিনি।
অপর্ণা,বাঁধন,সাজু খাদেম,ঈশিতা,রিচি* অপর্ণার নজরকাড়া দুল
পরনের শাড়ির রংটা আরামদায়ক। তবে অপর্ণার বাহারি কানের দুলটাই বেশি নজর কেড়েছে। জয়পুর থেকে আনা এই দুল জোড়ায় ছিল মুক্তার কাজ।
* কাতানে বাঁধন
উজ্জ্বল কাতান শাড়ি পরেছিলেন বাঁধন। সোনার গয়নার সঙ্গে গাঢ় লিপস্টিক ছিল ঠোঁটে। হাতে ছিল সোনালি ক্লাচ।
* ছোট ঝুমকা কানে ঈশিতা
হালকা সাজের সঙ্গে সবুজ সুতার শাড়ি পরেছিলেন ঈশিতা। কানে ছিল ছোট ঝুমকা।
* রোদচশমায় সাজু খাদেম
ছোট ডটের কালচে নীল শার্ট আর গ্যাবার্ডিন প্যান্ট। পায়ে ক্যাজুয়াল লোফার। এক হাতে ঘড়ি অন্য হাতে দুটি বালা। চোখে বরাবরের মতো একটি কালো রোদচশমায় ক্যাজুয়াল সাজু খাদেম।
উদয়, নাজিফা ও রাজ, তানিশা ও দিহান, অমৃতা* দুই বোনের দুই সাজ
দুই বোনের মধ্যে তানিশা পরেছিলেন হাঁটু ঝুলের লেইসের ড্রেস। পাথরের কোমরবন্ধনীতে ভিন্ন ফ্যাশন। দিহানের পরনে ছিল সবুজ শাড়ি। সঙ্গে একই রঙের হাতাকাটা ব্লাউজ।
* মখমল গাউনে অমৃতা
কালো রঙের মখমল গাউনের সঙ্গে অভিনেত্রী অমৃতা নিয়েছিলেন লম্বা চেইনের ঝোলানো ব্যাগ। গয়না পরেছিলেন হাতে।
.* পার্টি সাজে রিচি
কালো শিফনের শাড়ি পরেছিলেন রিচি সোলাইমান। ঢাকা থেকেই ফরমাশ দিয়ে বিশেষভাবে তৈরি করা। তার সঙ্গে মিলিয়ে ব্লাউজ। আর চেহারায় পার্টি লুক রেখেছিলেন রিচি। গরমের কারণে চুলটা উল্টে আঁচড়ে ব্রাশ করে খোঁপা বেঁধে নিয়েছিলেন।
* গরমে আইসক্রিম
এসেছিলেন আইসক্রিম ছবির তিন অভিনয়শিল্পী—উদয়, নাজিফা ও রাজ। সাদা শার্ট আর স্যুট-বুটের সঙ্গে ব্যান্ডে প্যাঁচানো চুলে ছিলেন উদয়। নাজিফা তুষি কালো শাড়ির সঙ্গে পরেছিলেন হাতা কাটা ব্লাউজ। আরেক অভিনেতা শরিফুল রাজের ক্যাজুয়াল শার্ট ও ব্লেজার গরমেও জমে গিয়েছিল আইসক্রিমের মতো।
* রাহিমা সুলতানা
রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানার সাদা শাড়িতে ছিল ফুলেল নকশার কাজ। আলতো করে বাঁধা ছিল চুল।
* রূপ ও নকশার দুজন
ডিজাইনার লিপি খন্দকার পরেছিলেন খাদির তৈরি লম্বা কামিজ। পায়ে পরেছিলেন সোনালি ও তামাটে রঙের চুড়ি।
পিচ কালারের শাড়ির সঙ্গে পুরোনো ধাঁচের রুপার গয়না পরেছিলেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। চোখে সোনালি আইশ্যাডো আর চুলটা ব্লো ডাই করে ছাড়া।
নুজহাত* রুপার গয়নায় নুজহাত
পুরো অনুষ্ঠানের শিল্পী, কলাকুশলীদের সাজিয়েছিল পারসোনা। পারসোনার পক্ষ থেকে এ কাজটা সামলেছেন নুজহাত খান। খোলা চুলের নুজহাত পরেছিলেন বাহারি রুপার গয়না। নাকে নাকছাবি। স্মোকি কালো চোখ আর ঠোঁটে হালকা লিপস্টিক।
মেহরিন,কর্ণিয়া* পোশাকে নজরকাড়া মেহরিন
লম্বা কাটের প্রিন্টের পোশাক বেছে নিয়েছিলেন মেহরিন। ওপরে চাপিয়েছিলেন থ্রি কোয়ার্টার হাতার কটি। গয়না বলতে এক হাতে চুড় পরেছিলেন।
* কালোতে কর্ণিয়া
লেইসের কালো টপ, কালো প্যান্ট লম্বা ফিতায় ঝোলানো ব্যাগ আর কালো বুট পরেছিলেন কর্ণিয়া। বড় কানের দুল আর স্মোকি চোখের সাজে জমকালো লাগছিল তাঁকে।
দিলারা জামান ও শর্মিলী আহমেদ* চেনা দুজন
দিলারা জামান পরেছিলেন চাপা সাদা জমিনের কালো ছাপের নকশা করা শাড়ি। ঠোঁটে হালকা লিপস্টিক আর গলায় কালো পুঁতির মালা। শর্মিলী আহমেদ শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছিলেন মালা। হাতে ব্রেসলেট ও চুড়। কপালে লাল টিপ। দুজনেই সঙ্গে নিয়েছিলেন বড় ব্যাগ।
মৌসুমী হামিদ* শুভ্রতায় মৌসুমী হামিদ
ভারী অ্যামব্রয়ডারির কাজ করা চাপা সাদা রঙের শাড়ি। পাড়ে পাথর এবং সোনালি স্প্রিংয়ের কাজ করা। মেকআপ তিনি নিজেই করেছেন, কেবল চুলটা আঁচড়ে নিয়েছেন ফারজানা শাকিলস থেকে। খোঁপা করা চুলে মুক্তা ও সাদা গ্লাডিওলাস। কানে সোনার ঝুমকা আর হাতে বালা। সঙ্গে ছিল লাল রঙের ক্লাচ।
তারা দম্পতি
সারা যাকের ও আলী যাকের* শাড়ি–পাঞ্জাবিতে যুগলবন্দী
সারা যাকের এসেছিলেন ডিজাইনার মায়া রহমানের নকশা করা পিচ জামদানি পরে। শাড়িতে নতুনত্ব আনতে ব্যবহার করা হয়েছে গোলাপি মুক্তা ও বেনারসি। গয়না ছিল পুঁতি, কাঠ ও সোনালি ধাতবে মেশানো। আর কালো পাঞ্জাবির ওপরে ভিন্ন রঙের কটি পরেছিলেন আলী যাকের।
রফিকুল আলম ও আবিদা সুলতানা* নীল-গোলাপির রফিকুল-আবিদা
সুতি কাপড়ের আকাশি নীল শার্টে জামদানির নকশা, সঙ্গে কালো প্যান্ট পরেছিলেন রফিকুল আলম। আর গোলাপি শাড়ির সোনালি আঁচলের সঙ্গে মিলিয়ে কানের দুল আর গলাজোড়া মালায় স্টাইলিশ আবিদা সুলতানা।
জুঁই ও মোশাররফ করিম* ক্যাজুয়াল মোশাররফ মিষ্টি জুুঁই
কােলা শার্ট আর ঘিয়ে রঙের গ্যাবার্ডিন প্যান্টে এসেছিলেন মোশাররফ করিম। চাঁপা সাদা সিল্কের শাড়ির সঙ্গে গলায় ভরাট মালা। মালাটা ভারী বলেই কানের দুলটা একটু ছোট পরেছিলেন জুঁই।
দীপা–শাহেদ* সবুজ-কালোতে দীপা–শাহেদ
হালকা সবুজ শিফন শাড়ির পাড়টা ছিল সোনালি। কালো টিস্যু কাপড়ে অ্যামব্রয়ডারি করা ব্লাউজের নকশাটা নিজেই করেছেন। কানে ছিল ঐতিহ্যবাহী মাকড়ি। শাহেদ আলী ছিলেন কালো টি–শার্ট আর জিনসের প্যান্টে ক্যাজুয়াল লুকে।
চিত্রলেখা–উত্তম* উজ্জ্বল চিত্রলেখা–উত্তম
দেিশ সাজে চিত্রলেখা গুহ ছিলেন দারুণ প্রাণবন্ত। পরেছিলেন দেশালের সুতি শাড়ি। সঙ্গে কমলা ব্লাউজ। শাড়ি-ব্লাউজ দুটোতেই ব্লক প্রিন্টের ছাপ। কানে-গলায় ছিল শান্তিনিকেতন থেকে কেনা কাঠ ও বিডসের গয়না, হাতে ডোকরার গয়না। আঙুলে শাখার আংটি। অক্সিডাইজড, অষ্টধাতুর ওপর পাথর বসানো আংটিও ছিল। গরম—তাই চুল বেঁধে তাতে গুঁজেছিলেন হলুদ রঙের কাপড়ের ফুল। আর কপালে বড় লাল গোল টিপ। গরমে আরাম পেতে সুতি পাঞ্জাবির সঙ্গে চোস্ত পায়জামায় উজ্জ্বল উত্তম গুহ।
নাঈম ও নাদিয়া* নাদিয়া ও নাঈম দুজনে দুজনার
বিশ্বরং বাই বিপ্লব সাহার লাল মসলিনের শাড়িতে দারুণ দেখাচ্ছিল নাদিয়াকে। লাল শাড়িতে সোনালি কারচুপি জরির কাজ। গলায় ও কানে ছিল কুন্দনের কাজ করা সোনার গয়না। এক হাতে সোনার চুড়ি, আরেক হাতে মাইকেল করসের সোনালি ঘড়ি। সঙ্গে সোনালি পার্স। নাঈম পরে এসেছিলেন রেড অ্যান্ড টেইলরের স্যুট। ভেতরে কালো রঙের ভি-নেক ইনার।
শাওন বাশার ও হাবিবুল বাশার* ক্রিকেটীয় তারা
ক্রিকেটার হাবিবুল বাশার এসেছিলেন সাদা শার্টের সঙ্গে ব্লেজার পরে। স্ত্রী শাওন বাশার গাঢ় নীল শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছিলেন মালা ও কানের দুল।
শাওন ও ফিমা* প্রিন্টের পোশাকে
তারকা দম্পতি শাওন ও ফিমা দুজনেই বেছে নেন প্রিন্টের নকশা। শাওনের ফুলহাতা নীল শার্ট আর ফিমা পরেছিলেন লাল ব্লাউজ দিয়ে ফুল ফুল প্রিন্টের শাড়ি।
মীর সাব্বির ও চুমকি* দুজনে একই পথে
দুজনে পরিকল্পনা করেই বেছে নিয়েছিলেন কালো রং। কালো টি-শার্ট আর প্যান্টের মীর সাব্বিরের পাশে তাই কালো শাড়ির চুমকি ছিলেন ফুরফুরে। সবুজ পেড়ে শাড়ির আঁচলজুড়ে ছিল ফুলতোলা নকশা। চুমকি কানে পরেছিলেন বড় দুল আর খোঁপা করা চুল। লালে রাঙানো ঠোঁটের সঙ্গে স্মোকি চোখ।
অনন্ত-বর্ষা* ব্র্যান্ডেড অনন্ত-বর্ষা
বর্ষার বেবে ব্র্যান্ডের কালো গাউনের ওপর সাদা ফুলের নকশা নেমে গেছে গলা থেকে নিচ পর্যন্ত। জমকালো পোশাকের সঙ্গে গয়না পরেছেন খুব কম। কানে হীরার দুল, হাতে আংটি আর নাকে ছোট্ট নাকফুল। লম্বা চুলগুলো ব্যান্ডে প্যাঁচানো। অনন্ত জলিল বেছে নিয়েছিলেন গাঢ় নীল। ভি-গলার নীল টি-শার্টের ওপর পরেছিলেন ইতালীয় ব্র্যান্ড গুচির স্যুট। পায়ে কালো জুতা আর কবজিতে হাবলট ব্র্যান্ডের ঘড়িতে ফিটফাট নায়ক।
ফুলে ফুলে
সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী* খোলা চুলে কৃষ্ণচূড়া
সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী দুই বোনই সেদিন চুলে গুঁজেছিলেন আগুনরঙা কৃষ্ণচূড়া। একজন পরেছিলেন সাদা–কালো শাড়ি, অন্যজন সমুদ্রের নীল রঙা জমিনের ওপরে জরির কাজ করা শাড়ি।
নন্দিনী।* স্নিগ্ধ নন্দিনী
চাপা সাদা রঙের কোটা শাড়িটি ছিল সিল্কের। তামারঙা পাড়ে সুতার কাজ। হাতাকাটা ব্লাউজে ফুলেল নকশা আর খোঁপায় জড়ানো বেলির মালায় স্নিগ্ধ মডেল নন্দিনী।
শানু* বেলি ফুলে শানু
তাঁতের শাড়ির সঙ্গে অভিনেত্রী শানু চুলে পরেছিলেন বেলি ফুলের ছড়া। গলায় ও কানে পরেছিলেন ভারী গয়না।
* চিরায়ত শারমীন লাকি
সাদা জামদানির সঙ্গে মেরুন ব্লাউজ, কানের দুলের টানায় জড়ানো খোঁপা—চিরায়ত সাজে শারমীন লাকি৷ জানালেন শাড়িটা ছিল তাঁর বিয়ের স্যুটকেসের৷ হাতে জড়ানো বেলির সুবাস ছড়িয়েছে পুরো অনুষ্ঠানজুড়ে৷
পূর্ণিমালম্বা ধাঁচের পোশাকে
* জমকালো পূর্ণিমা
এ পোশাকেই পূর্ণিমাকে দেখা গেছে মঞ্চে। রামিম রাজের ডিজাইন করা দুই পার্টের লেয়ার ফ্লোরটাচ এই পোশাকটির নিচের অংশ জারদৌসির ময়ূর থিমে করা। সামনে শিমার জর্জেট, পেছনে আয়নার কাজ।
কোনাল ও কনা* গাউনে কোনাল ও কনা
উইন্ডোজ বুটিকের নকশা করা ধূসর রঙের সিল্কের হাতাকাটা গাউন পরেছিলেন কোনাল। ওপরে গাঢ় নীল রঙে গ্লিটারস দেওয়া ফুলহাতা নেটের লম্বা কটি। চুলটা ব্লো ড্রাই করে ছেড়ে রেখেছিলেন আর সেজেছিলেন কিউবেলা থেকে। কনার ক্রেপ কাপড়ে ধূসর রঙের লং ড্রেসটিও উইন্ডোজ বুটিকের। কানে ছিল রুপালি পাথরের গয়না, হাতে ব্রেসলেট।
পরীমনি* সাদা পরি
অভিনয়শিল্পী পরীমনি এসেছিলেন পরির বেশে। সাদা অফশোল্ডার গাউনের সঙ্গে মিলিয়ে মুক্তার মালা। চুলটা বেঁধেছিলেন ওপরের দিকে বেণি করে।
* বেগুনি সাফা
মডেল ও অভিনেত্রী সাফা কবির পরেছিলেন বেগুনি গাউন। আর খোলা চুলটা কার্ল করে নিয়েছিলেন।
সারিকা* খোলা চুলে সারিকা
সারিকা পরেছিলেন গাউন। গাউনটি দেখতে আবার শাড়ির মতো। পোশাকে ছিল কালো, সোনালি, নীল ও গাঢ় গোলাপি রং। মেসি স্টাইলে খোলা রেখেছিলেন চুল।
এলভিন ও শ্রাবণ্য* দুই বান্ধবী
মডেল এলভিন ও শ্রাবণ্য পরেছিলেন লম্বা কাটের পোশাক। এলভিন কালো পোশাকটির ওপরে পরেছিলেন সাদা মুক্তার মালা আর শ্রাবণ্যর নীল পোশাকে সোনালি সুতার কাজ। দুজনের হাতেই ছিল নকশা করা ব্যাগ।
ফুলেল নকশায়
শাকিলা* মসলিনে শাকিলা
হাতে রং করা বাংলাদেশি যে মসলিন শাড়িটা পরেছিলেন শাকিলা জাফর, সেটির নকশা করেছেন কুহু প্লামানডন। শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছিলেন জড়োয়া হাউস থেকে বানানো হীরা, মুক্তো আর সোনার নকশা করা গয়না।
ফেরদৌসী রহমান* ফুলে ফুলে ফেরদৌসী রহমান
সাদা জমিনের শাড়িজুড়ে উজ্জ্বল রঙের ফুলের নকশা। গলায় মোটা নকশা করা সোনার চেইন, কানেও সোনা। শাড়ির ফুল থেকে রং নিয়ে কপালের টিপ আর ঠোঁট রাঙান ফেরদৌসী রহমান।
শান্তা ইসলাম ও শিরীন বকুল* ঐতিহ্যের টানে
প্রচণ্ড গরমের কারণে তিনি বেছে নিয়েছিলেন সাদা রং। শান্তা ইসলাম যে শাড়িটা পরেছিলেন, সেটাকে বলে মেখলা। হাতে বোনা আসাম অঞ্চলের শাড়ি। নাকে নথ, কানে সনাতনী রিং, গলায় লম্বা বিছা হার আর চুলে উঁচু করে খোঁপা।
শিরীন বকুলের পরনে ছিল রাজশাহী সিল্কের সোনালি কাজ করা চাপা সাদা রঙের শাড়ি। সঙ্গে হাই-নেক ব্লাউজ। কপালে বড় লাল টিপ। কানে মিনা করা সোনার কানপাশা।
মুনমুনসুজানা* হালকা সাজে মুনমুন
চাপা সাদা শাড়ির ওপরে একই রঙের ফুলের নকশা ছিল উপস্থাপক মুনমুনের শাড়িতে। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। কানে মুক্তার দুল।
* অন্য রকম সুজানা
গেস ব্র্যান্ডের লং ফ্রক, সঙ্গে মুক্তার গয়না আর হাতে ক্লাচ ব্যাগ—এই ছিল সুজানার সাজপোশাক।
আঁখি* ফুলেল আঁখি
লম্বা ঘেরওয়ালা কামিজের পুরোটা জুড়ে ফুলেল ছাপ। ওড়নাতেও একই রঙের ছটা। গাঢ় লিপস্টিক আর কাজল টানা চোখ, মেকআপে খানিকটা গোলাপি আভা। আঁখি আলমগীরের বাঁধা চুলে ছিল সোনালি ব্যান্ড।
তারকাদের সাজ নিয়ে লিখেছেন—বিপাশা রায়, হাসান ইমাম ও মারুফা ইসহাক
ছবি: কবির হোসেন, খালেদ সরকার, সুমন ইউসুফ, জাহিদুল করিম ও সাবিনা ইয়াসমীন