শ্রীলঙ্কার ক্যান্ডিতে আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে বাংলাদেশ গ্যালারির উদ্বোধন হলো আজ। বিকেলে এটি উদ্বোধন করেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ উপলক্ষে ঢাকা থেকে ১৯ সদস্যের একটি সাংস্কৃতিক দল গতকাল শ্রীলঙ্কায় পৌঁছেছে।
গতকাল সোমবার বিকেলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ওয়েস্টার্ন প্রভিন্স এসথেটিক রিসোর্ট মিলনায়তনে একটি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বাংলাদেশের সাংস্কৃতিক দলটি। এ অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার সংস্কৃতিমন্ত্রী এস বি নাওইন্নান্দ, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানসহ আরও অনেকে।
তামান্না রহমানের পরিচালনায় বাংলাদেশের নৃত্যশিল্পীরা বাংলাদেশের লোকজ ও সমসাময়িক নাচ পরিবেশন করেন। বাউল গান গেয়ে শোনান কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানটি উপভোগ করনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক, দেশটির সরকারি-বেসরকারি কর্মকর্তা, সংস্কৃতি ও গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকেরা। পরিবেশনাটি মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। অনুষ্ঠানের পর এ বছর বাংলাদেশের একটি শহরকে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা ও কলম্বোতে অনুষ্ঠেয় সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সার্ক সংস্কৃতিকেন্দ্রের পরিচালক ওয়াসানদে কোতুওয়েলার সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান নূর।
এ বছর শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি হয়েছে। এই সফর দুই দেশের সাংস্কৃতি সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন দুই দেশের সংস্কৃতিমন্ত্রী। শ্রীলঙ্কায় সফররত এ দলে রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক শামিমা আক্তার জাহান ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ডিসপ্লে অফিসার মো. ইলিয়াস খান, কণ্ঠশিল্পী ভগিরত মালো ও অঞ্জলি ঘোষ। নৃত্যশিল্পী তামান্না রহমান ও তাঁর দল।
আগামী কাল ক্যান্ডির পেলেক্কেলে প্রভিন্সিয়াল কাউন্সিল অডিটরিয়ামে বাংলাদেশ সাংস্কৃতিক দল আরও একটি পরিবেশনায় অংশ নেবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো জানানো হয়েছে।