নওয়াজউদ্দিনের আগে হৃতিক রোশনের মা হওয়ার কথা ছিল তাঁর। বয়স ছিল মাত্র ২৫। তাই চরিত্রটা করতে রাজি হননি রিচা চাড্ডা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন সেই গল্প। কেরিয়ারের তখন শুরু। ‘অগ্নিপথ’ ছবিতে হৃতিকের মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল। পরে জারিনা ওয়াহাব চরিত্রটি করেন। কিন্তু মায়ের চরিত্র রিচার পিছু ছাড়েনি। অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ওই ছবিটা যদিও হাতছাড়া করেননি রিচা।
সূত্র: আজকাল