পঞ্চাশতম জন্মদিনের পর থেকেই সালমান খানের বিয়ের গুঞ্জন হয়ে উঠেছে আরও জোরালো। শোনা যাচ্ছে, বছর শেষেই ছাদনা তলায় বসতে হবে সালমানকে। কারণ ছেলেকে সংসারী হওয়ার জন্য চাপ দিচ্ছেন তার মা।
লুলিয়াকেই বিয়ে করছেন সালমান?
‘সালমানকে বিয়েতে রাজি করাতে পারি’
মুম্বাই মিরর বলছে, রোমানিয়ান অভিনেত্রী লুলিয়া ভ্যান্টুরকেই ঘরণী বানাবেন সালমান। তবে নিজের ইচ্ছায় নয়, বরং মায়ের ইচ্ছায়। গুঞ্জন চলছে, সালমানের মায়ের শরীর ভালো যাচ্ছে না, এমন অবস্থায় ছেলের ঘরে বউ এনে তবেই নিশ্চিন্ত হতে চান তিনি।
সূত্র বলছে, লুলিয়ার সঙ্গে প্রেমের গুজব চললেও সত্যিকার অর্থে তাকে ভালোবাসেন না সালমান। তবুও লুলিয়াকেই বিয়ে করবেন তিনি, মায়ের ইচ্ছায়।
গত ডিসেম্বরে ৫০তম বছরে পা দিয়েছেন এই বলিউড সুপারস্টার, তখন থেকেই সালমানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পুরো ভক্তকুল। এমন খবর অনেকবারই এসেছে, যে এবছরই হবে সালমানের বিয়ে।
তবে সম্প্রতি সালমানের বাবা সেলিম খানকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করায় তিনি উত্তর দিয়েছিলেন, “এটা সম্পূর্ণ সালমানের ইচ্ছা, তিনি বিয়ে করবেন নাকি করবেন না। আমি কখনও আমার সন্তানদের সিদ্ধান্তে প্রভাব ফেলার চেষ্টা করি না, তাদের কোন স্বীকৃতিও দেই না। এটা অনেক বড় দায়িত্ব। আমি চাইনা ভবিষ্যতে কোন সমস্যা হলে তারা আমাকে দোষ দিক।”
লুলিয়ার সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা এখন নতুন খবর নয়, তবে রোমানিয়ার এই সুন্দরীকে এখন পর্যন্ত ‘বন্ধু’ বলেই দাবী করে এসেছেন। ওদিকে দীর্ঘ ক্যারিয়ারে সিনেপাড়ার অনেক নায়িকার সঙ্গে প্রেম হলেও শেষমেশ কারও সঙ্গে জমে উঠেনি সালমানের।
পেশাগত দিক থেকে আপাতত ‘সুলতান’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত বলিউডের এই সুপারস্টার। যা মুক্তি পাবে এই ঈদে।